21 July TMC Sahid Diwas: ' পঞ্চায়েতে মৃত্যু নিয়ে অসাধু-রাজনীতি ', দাবি একুশের মঞ্চ আসা তৃণমূল কর্মীদের - সুব্রত বক্সি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 21, 2023, 1:59 PM IST

Updated : Jul 21, 2023, 2:27 PM IST

সদ্য মিটেছে পঞ্চায়েত নির্বাচন ৷ তারপরই একুশে জুলাইয়ের 'শহিদ দিবস' অনেক দিক দিয়েই তাৎপর্যপূর্ণ ৷ এর মধ্যে অন্যতম মুখ্যমন্ত্রীকে অপর্ণা সেনদের খোলা চিঠি । যেখানে পঞ্চায়েত হিংসায় একাধিক হত্যার দায় মমতাকেই নিতে হবে বলে দাবি করা হয় । সেই চিঠি ও অভিযোগের বিরোধিতায় এবার ময়দানে তৃণমূল সমর্থকরা । 
একুশে জুলাই শহিদ দিবসের সমাবেশে হাজির আমজনতা অপর্ণার দাবি মানতে নারাজ ৷ কলকাতার ধর্মতলায়  বিশাল সমাবেশে  রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা তৃণমূল নেতা-কর্মী-সমর্থকরা অপর্ণা সেনের এই চিঠির বিরোধিতা করেছেন জোর গলায় । আলিপুরদুয়ার থেকে আসা এক তৃণমূল কর্মী-সমর্থক জানান, তৃণমূল পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের ঘটনা ঘটিয়েছে, এই মত গ্রহণযোগ্য নয় ৷ ঘাসফুল রাজনৈতিক চক্রান্তের শিকার ৷ তবে চক্রান্ত খুব বেশি দূর ফলপ্রসূ হবে না ৷ হুগলি থেকে আসা আরেক তৃণমূল সমর্থক তো জানিয়েই দিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ ভক্ত ৷

2022 সালে এই মঞ্চ সঞ্চালনার দায়িত্বে ছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তারপরেই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তাঁকে গ্রেফতার করে ইডি ৷ এখন তিনি সংশোধনাগারে বন্দি ৷ এদিন পার্থ চট্টোপাধ্যায়ের বদলে একুশের মঞ্চ সঞ্চালনার দায়িত্বে দেখা গেল সুব্রত বক্সিকে ৷ প্রায় পাঁচ হাজার পুলিশ কর্মী ধর্মতলা চত্বরে মোতায়েন রয়েছে ৷

Last Updated : Jul 21, 2023, 2:27 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.