North Bengal Strike: বনধের সমর্থনে মালদায় পিকেটিং, জাতীয় সড়ক অবরোধ বিজেপির - north bengal strike
🎬 Watch Now: Feature Video
নাবালিকা খুনের ঘটনার পরপরই আবার বিজেপি কর্মীর রহস্য মৃত্যু কালিয়াগঞ্জে ৷ এর জেরে শুক্রবার 12 ঘণ্টার উত্তরবঙ্গ বনধের ডাক দিয়েছে বিজেপি । সকালেই মালদায় বনধের সমর্থনে রাস্তায় নামল বিজেপি । পাশাপাশি অন্য দিনের তুলনায় এদিন শহরের রাস্তায় লোক চলাচলও কম ছিল । বনধের সমর্থনে সকাল থেকে পিকেটিং করছেন বিজেপির কর্মী-সমর্থকরা । রাস্তায় গুটি কয়েক টোটো বেরলেও বিজেপির সমর্থকরা তাদের আটকে দেন ৷ এমনকী বেশ কয়েকটি বড় গাড়িও আটকে দেন বিজেপি সমর্থকরা ৷ তবে এখনও পর্যন্ত বনধ বিরোধী তৃণমূলের কর্মী-সমর্থকদের দেখা পাওয়া যায়নি ।
উল্লেখ্য, বিজেপির এক সক্রিয়কর্মীর রহস্যমৃত্যু ঘিরে বুধবার রাতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় উত্তরদিনাজপুরের কলিয়াগঞ্জে ৷ যার জেরে বৃহস্পতিবার থেকে ইন্টারনেট বন্ধের পাশাপাশি ওই এলাকায় 144 ধারা জারি করে প্রশাসন ৷ রায়গঞ্জের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরীর অভিযোগ, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মনের ভাইপো মৃত্যুঞ্জয় বর্মণকে পুলিশ গুলি করে হত্যা করেছে ৷ রায়গঞ্জ গর্ভমনেন্ট মেডিক্যাল কলেজে গেলেও হাসপাতালে মৃতদেহ দেখতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ জানান তিনি ৷ তাঁর আগে যুবকের মৃত্যুর কথা জানিয়ে টুইট করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এরপর থেকেইন দ্রুত বদলাতে থাকে পরিস্থিতি। দিনের শেষে উত্তরবঙ্গে 12 ঘণ্টার বনধ ডাকে বিজেপি ।