শহরজুড়ে দশটি গাড়িতে ঘুরছে চলচ্চিত্র উৎসবের থিম সং
🎬 Watch Now: Feature Video
Published : Dec 5, 2023, 10:22 AM IST
29th KIFF 2023: এই প্রথমবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হয়েছে থিম সং। যার রচয়িতা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় ৷ তাতে কিছু লাইন সংযোজন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। গানটি গেয়েছেন অরিজিৎ সিং। এতকাল ধরে এই চলচ্চিত্র উৎসবের জন্য তৈরি হত একটি থিম সং। এবছর মুখ্যমন্ত্রীর ভাবনা এবং অনুপ্রেরণাতেই তৈরি হয়েছে থিম সং। যে গান চিনিয়ে দেয় কলকাতার অলিগলি, সংস্কৃতি, শিল্পকে।
1 ডিসেম্বর থেকে মোট দশটি গাড়ি ওই গানটির স্ক্রিন নিয়ে ঘুরছে শহর জুড়ে নানা জায়গায়। নন্দন চত্বরে তেমনই একটি গাড়ির দেখা পাওয়া গেল উৎসবের প্রাক্কালে। উৎসবের উদ্বোধন আজ, মঙ্গলবার। সঞ্চালনায় জুন মালিয়া এবং চূর্ণী গঙ্গোপাধ্যায়। তবে, আজকের অনুষ্ঠানে অরিজিৎ সিং থাকবেন কি না, তা জানা যায়নি। আসবেন সলমন খান ৷ ইতিমধ্যে অনিল কাপুর এসে গিয়েছেন তিলোত্তমায় ৷ কমল হাসান, শত্রুঘ্ন সিনহা, সোনাক্ষী সিনহা, জয়া বচ্চন, সৌরভ গঙ্গোপাধ্যয়, মহেশ ভাট-সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন ৷
চলচ্চিত্র উৎসবের তরফে জানানো হয়, এই গানটির জন্য একটি টাকাও নেননি অরিজিৎ সিং। গতবছর চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে হাজির ছিলেন অরিজিৎ সিং। মুখ্যমন্ত্রীর অনুরোধে দু'কলি গান শোনাতে গিয়ে তিনি মঞ্চে উপবিষ্ট শাহরুখ কিং খানের উদ্দেশ্যে গেয়েছিলেন 'রং দে তু মোহেঁ গেরুয়া।' সেই নিয়ে শুরু হয় বিতর্ক । এবার সেই বিতর্ক ভুলেই এবার চলচ্চিত্র উৎসবের থিম সং গেয়ে আরও একবার সকলের মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং ।