ETV Bharat / state

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়, বঙ্গে থমকে শীত; আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা - WEST BENGAL WEATHER FORECAST

বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা।

West Bengal Weather Forecast
বঙ্গে থমকে শীত; আরও কিছুটা বাড়তে পারে তাপমাত্রা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 7:36 AM IST

কলকাতা, 28 নভেম্বর: দুর্যোগ সাগরে। বঙ্গ স্থলভাগ থেকে দুর্যোগের দূরত্ব বেশি তাই প্রভাব নেই বললেই চলে। তবে হেমন্তের বঙ্গে পারদ পতনে রাশ পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পন্ডিচেরি থেকে 640 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 720 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে গভীর নিম্নচাপ অবস্থান করছে। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলে। শনিবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু, পদুচেরি ও করাইকাল এলাকায়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘণ্টায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বঙ্গেও পড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। ফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা পেতে পারে । নভেম্বরের শেষ কটা দিনে উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ থাকবে। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত কম। সপ্তাহান্তে হাল্কা বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে।

29 নভেম্বর, শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 30 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷

উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ তুলনায় বেশি থাকবে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদহ জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস নেই কোনও জেলায়।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া মিলবে। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে।

বুধবার কলকাতা ও প্বার্শবর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 51 শতাংশ এবং সর্বোচ্চ 92 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন
শীত পড়তেই হরিসিংহপুরের ঝিলে ভিনদেশি 'অতিথি'
দিল্লিকে ছাড়াল দুর্গাপুরের দূষণ, একাধিক কারখানা বন্ধের নির্দেশ; উদ্বিগ্ন প্রশাসন

কলকাতা, 28 নভেম্বর: দুর্যোগ সাগরে। বঙ্গ স্থলভাগ থেকে দুর্যোগের দূরত্ব বেশি তাই প্রভাব নেই বললেই চলে। তবে হেমন্তের বঙ্গে পারদ পতনে রাশ পড়েছে। আলিপুর আবহাওয়া দফতর বলছে বঙ্গোপসাগরের নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত। পন্ডিচেরি থেকে 640 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে এবং চেন্নাই উপকূল থেকে 720 কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে গভীর নিম্নচাপ অবস্থান করছে। গভীর নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপাতত শ্রীলঙ্কা উপকূল এড়িয়ে এর অভিমুখ তামিলনাড়ু উপকূলে। শনিবার ঘূর্ণিঝড়টি স্থলভাগে প্রবেশ করতে পারে। এর ফলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তামিলনাড়ু, পদুচেরি ও করাইকাল এলাকায়।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 200 মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হতে পারে আগামী 24 ঘণ্টায়। মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি হয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকাতে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বঙ্গেও পড়ছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সপ্তাহান্তে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চার জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো উপকূলের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। ফলে আপাতত শীতের আমেজে কিছুটা বাধা পেতে পারে । নভেম্বরের শেষ কটা দিনে উপকূল ও সংলগ্ন জেলায় তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা পরিবর্তনের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সপ্তাহভর শীতের আমেজ থাকবে। সপ্তাহের শেষে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। কুয়াশার সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলাতে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা আপাতত কম। সপ্তাহান্তে হাল্কা বৃষ্টি হতে পারে উপকূলের চার জেলাতে।

29 নভেম্বর, শুক্রবার থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। 30 নভেম্বর শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। পয়লা ডিসেম্বর রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনায় ৷

উত্তরবঙ্গে ঠান্ডার আমেজ তুলনায় বেশি থাকবে। সকালের দিকে কুয়াশার হালকা চাদর থাকবে দার্জিলিং এবং উত্তর দিনাজপুর জেলাতে। জলপাইগুড়ি ও মালদহ জেলাতেও কুয়াশার সম্ভাবনা রয়েছে। আপাতত ঘন কুয়াশার পূর্বাভাস নেই কোনও জেলায়।

বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল। আগামী শনিবার পর্যন্ত তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। আগামী 3 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। নভেম্বরের শেষে রাতের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে। রাতের তাপমাত্রা বাড়লেও দিনের তাপমাত্রা কমতে পারে নভেম্বরের শেষে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা থাকবে। বেলা বাড়লে পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া মিলবে। নভেম্বরের শেষে মেঘলা আকাশের সম্ভাবনা থাকছে।

বুধবার কলকাতা ও প্বার্শবর্তী অঞ্চলে বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.3 ডিগ্রি কম । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 51 শতাংশ এবং সর্বোচ্চ 92 শতাংশ। আজ বৃহস্পতিবার দিনের আকাশ ভোরের দিকে কুয়াশাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

আরও পড়ুন
শীত পড়তেই হরিসিংহপুরের ঝিলে ভিনদেশি 'অতিথি'
দিল্লিকে ছাড়াল দুর্গাপুরের দূষণ, একাধিক কারখানা বন্ধের নির্দেশ; উদ্বিগ্ন প্রশাসন
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.