ETV Bharat / state

উলটে গেল মদের গাড়ি, চাপা পড়ে মৃত 2; আহত 4

বৈঁচিতে উলটে গেল মদ ভর্তি গাড়ি ৷ তার তলায় চাপা পড়ে মৃত্যু হল দুই স্থানীয় বাসিন্দার ৷ আহত হয়েছেন চারজন ৷

road accident in hooghly
দুর্ঘটনাস্থলের ছবি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

বৈঁচি, 27 নভেম্বর: মদ বোঝাই পিকআপ ভ্যান উলটে মৃত্যু হল দু'জনের ৷ ঘটনায় আহত চারজন ৷ বুধবার সন্ধে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাণ্ডুয়ার বৈঁচির নুনিয়াডাঙা এলাকায় গুড়াপ-কালনা রোডে ৷ এই এলাকার লোকজন স্থানীয় একটি চায়ের দোকানের পাশে তাস খেলছিল । হঠাৎই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উলটে যায় । গাড়ির নীচে চাপা পড়ে যায় বেশ কয়েকজন ।

বিষয়টি দেখতে পেয়েই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানেই দীপক সরকার(39) ও হীরালাল রায়(68)কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷

জানা গিয়েছে, সকলেরই বাড়ি নুনিয়াডাঙা এলাকায় । এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকজনের উপর উলটে যায় ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

স্থানীয় সূত্রে খবর, বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান । নুনিয়াডাঙার কাছে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে । চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তখন তাস খেলছিলেন । গাড়িটি গিয়ে তাঁদের উপর পড়ে । তাতেই এই দুর্ঘটনাটি ঘটে ।

বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রতিদিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েকজন তাস খেলেন ।আজকে হঠাৎ করেই মদ বোঝাই গাড়িটি তাদের উপর উলটে নয়ানজুলিতে পড়ে যায় । পুলিশ স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায় । হাইড্রা মেশিন নিয়ে এসে গাড়িটিকে তোলা হয় ।

বৈঁচি, 27 নভেম্বর: মদ বোঝাই পিকআপ ভ্যান উলটে মৃত্যু হল দু'জনের ৷ ঘটনায় আহত চারজন ৷ বুধবার সন্ধে সাতটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পাণ্ডুয়ার বৈঁচির নুনিয়াডাঙা এলাকায় গুড়াপ-কালনা রোডে ৷ এই এলাকার লোকজন স্থানীয় একটি চায়ের দোকানের পাশে তাস খেলছিল । হঠাৎই পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের উপর উলটে যায় । গাড়ির নীচে চাপা পড়ে যায় বেশ কয়েকজন ।

বিষয়টি দেখতে পেয়েই স্থানীয় লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানেই দীপক সরকার(39) ও হীরালাল রায়(68)কে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । বাকি চারজনকে গুরুতর আহত অবস্থায় সেখান থেকে চুঁচুড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷

জানা গিয়েছে, সকলেরই বাড়ি নুনিয়াডাঙা এলাকায় । এই বিষয়ে হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি কয়েকজনের উপর উলটে যায় ৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

স্থানীয় সূত্রে খবর, বৈঁচির দিক থেকে গুড়াপের দিকে দেশি মদ নিয়ে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান । নুনিয়াডাঙার কাছে আসতেই হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে । চায়ের দোকানের পাশে একটি মাচায় বসে জনা ছয়েক গ্রামবাসী তখন তাস খেলছিলেন । গাড়িটি গিয়ে তাঁদের উপর পড়ে । তাতেই এই দুর্ঘটনাটি ঘটে ।

বৈঁচি বাটিকা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান দিপ্তেন্দু বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, প্রতিদিনই ওই চায়ের দোকানের পাশে মাচায় বসে কয়েকজন তাস খেলেন ।আজকে হঠাৎ করেই মদ বোঝাই গাড়িটি তাদের উপর উলটে নয়ানজুলিতে পড়ে যায় । পুলিশ স্থানীয় মানুষ উদ্ধার কাজে হাত লাগায় । হাইড্রা মেশিন নিয়ে এসে গাড়িটিকে তোলা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.