FIFA World Cup 2022: ফুটবলে মেতে হেডশট দিচ্ছে এই সারমেয় ! দেখুন ভিডিয়ো - ফুটবলে হেডশট কলকাতার সারমেয়র
🎬 Watch Now: Feature Video
শুরু হয়ে গিয়েছে ফুটবল বিশ্বযুদ্ধ (Qatar Football World Cup 2022) ৷ ভারতীয় সময়ে বৃহস্পতিবার মধ্যরাতে এবারের প্রতিযোগিতার দৌঁড় শুরু করতে চলেছে হট ফেভারিট ব্রাজিল ৷ প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ সার্বিয়া ৷ নেইমাররা মাঠে নামছে আর তা নিয়ে বাঙালি তথা কলকাতার (Kolkata Football fans) ব্রাজিলপ্রেমীরা উত্তেজনায় ফুটবে না তা আবার হয় নাকি ! কিন্তু কলকাতার ব্রাজিল ভক্তদের এই উন্মাদনার সঙ্গে এবার যুক্ত হয়েছে 4 বছরের এক সারমেয়র ফুটবল খেলা ! ডমিনিক নামের এই সারমেয়টি হেডশট দিতে ওস্তাদ ৷ উত্তর কলকাতার বিডন স্ট্রিটের রাস্তায় ব্রাজিলের জার্সি পরে বৃহস্পতিবার নিজের সেই কেরামতিই দেখাল চারপেয়ে ডমিনিক (football lover dog in Kolkata) ৷
Last Updated : Feb 3, 2023, 8:33 PM IST