Bus Accident in Salt Lake: সল্টলেকে বাস দুর্ঘটনায় মৃত এক টোটোচালক - Electric rickshaw driver dies in bus accident
🎬 Watch Now: Feature Video
সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনা ৷ শনিবার সল্টলেকের জিসি আইল্যান্ডে বাস দুর্ঘটনায় মৃত্যু হল এক টোটোচালকের ৷ আহত হয়েছেন ন'জন যাত্রী। সকলকে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে ৷ ঘাতক গাড়ির চালক পলাতক । ঘটনাস্থলে এসেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ । বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মৃত্যু হয় টোটোচালক বৃন্দাবন প্রধানের । স্থানীয়দের দাবি, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল বাসটি ৷ বেলেঘাটা কানেক্টরের থেকে নেতাজি মূর্তির দিকে যাওয়ার সময় জিসি আইল্যান্ডে টোটো স্ট্যান্ডে প্রথমে একটি রিকশায় ধাক্কা মারে সেটি ৷ এরপরেই সোজা পার্কের দেওয়াল ভেঙে ভেতরে ঢুকে যায় । যার ফলে বাসের সামনের অংশের কাঁচ ভেঙে টুকরে টুকরো হয়ে গিয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ প্রত্যক্ষদর্শীদের দাবি, বাসের গতিবেগ প্রচণ্ড ছিল ৷ যে কারণে জিসি আইল্যান্ডে চালক বাসটিকে নিয়ন্ত্রণ করতে না-পারায় এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিধাননগর পৌরনিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী ও কাউন্সিলর মিনু দাস চক্রবর্তী । আহতদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তাঁরা।