নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর বন্দুক থেকে চলল গুলি, হুলস্থুল মেলা প্রাঙ্গনে
🎬 Watch Now: Feature Video
Published : Jan 2, 2024, 11:53 AM IST
Dhupguri Gunshot: মেলার শেষ দিনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীর বন্দুক থেকে আচমকা গুলি চলল। গুলির আওয়াজে হুলস্থুল মেলা প্রাঙ্গনে। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সাকোয়াঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোনাখালি মাজার শরিফে। রবিবার থেকে ধূপগুড়ির সোনাখালির মাজার শরিফে ওরস মেলা শুরু হয়েছিল ৷ দু'দিনের এই মেলা শেষ হয় সোমবার ৷ মেলায় পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। জানা গিয়েছে, মেলা প্রাঙ্গনে মাজার শরিফের অফিসের সামনে কর্তব্যরত ছিলেন বেশ কয়েজন পুলিশকর্মী।
সেখানেই এক পুলিশকর্মীর বন্দুক থেকে আচমকা অসাবধানতাবশত বেরিয়ে আসে গুলি। গুলি গিয়ে লাগে মেলার অফিসের ছাদে। যদিও ঘটনায় গুরুতর জখম কেউ হয়নি। একজন সামান্য আহত হয়েছে বলে জানা গিয়েছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা। ডেপুটি পুলিশ সুপার (অপরাধ) বিক্রমজিত লামার নেতৃত্বে বিরাট র্যাফ বাহিনীও যায় ঘটনাস্থলে। ঘটনায় আতঙ্ক ছড়াতে থাকায় এলাকায় জমায়েত করে থাকা মানুষজনদের হটিয়ে দেন কর্তব্য়ত পুলিশ কর্মীরা। যদিও ঘটনায় কেউ আহত হননি বলে জানিয়েছেন পুলিশ সুপার খাণ্ডবলে উমেশ গণপত । তিনি জানান, আচমকা গুলি চলেছে। কেউ আহত হননি।