Actor Subrata Dutta: একের পর এক হিট ছবিতে অভিনয়, বাঁকুড়ার বাড়িতে বসে স্মৃতিচারণা সুব্রত দত্তের - বাঁকুড়ার ভূমিপুত্র
🎬 Watch Now: Feature Video
Published : Nov 6, 2023, 10:46 PM IST
কাজ করেছেন তালাশে আমির খান থেকে ভূতনাথ রিটার্নসে অমিতাভ বচ্চনের সঙ্গে ৷ বর্তমানে সমরেশ বসুর প্রজাপতি'তে মুখ্য চরিত্রে অভিনয় করে আলোচনার শীর্ষে তিনি । তিনি সুব্রত দত্ত, বাঁকুড়ার ভূমিপুত্র ৷ বহুদিন পর বাঁকুড়া শহরের মনোহরতলার পুরোনো বাড়িতে ফিরেছেন সুব্রত ৷ সেখানে বসেই স্মৃতির সরণিতে ডুব দিলেন এই অভিনেতা । তুলে ধরলেন তাঁর বলিউডের জার্নিতে পরিবার থেকে বন্ধুদের পাশে থাকার কথা ৷
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে সুব্রত নিয়েছেন স্নাতকোত্তর ডিগ্রী ৷ তারপরে চার্লস ওয়ালেস ট্রাস্ট, নয়াদিল্লি থেকে একটি বৃত্তি পান এবং লন্ডনের সেন্ট্রাল স্কুল অফ স্পিচ অ্যান্ড ড্রামাতে যোগ দেন । একজন থিয়েটার শিল্পী হিসেবে তাঁর অভিনয় জীবনের শুরু ৷ চলচ্চিত্রে জগতে যোগদানের আগে 35টি নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা ।
বিবর সিনেমার জন্য 2006 সালে ওসিয়ান সিনেফ্যান ইন্টারন্যাশনাল কম্পেটিশনে শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান সুব্রত দত্ত । 2009 সালে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার আসে তাঁর ঝুলিতে ৷ এরপর 2021 সালে দেরাদুন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার সম্মানে ভূষিত হন তিনি ৷ এত জনপ্রিয়তা, মানুষের ভালবাসা এবং খ্যাতির সত্ত্বেও মাটির সঙ্গে একাত্ম হয়ে রয়েছেন 47 বছর বয়সি এই অভিনেতা ৷ ছোট গ্রাম বা শহরের ছেলেমেয়েরা যারা অভিনেতা হওয়ার স্বপ্ন দেখছে, তাদের জন্য তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণা ৷