Abhishek Banerjee: বাঁকুড়ায় অভিষেককে দেখে 'চোর চোর' স্লোগান, উঠল জয় শ্রীরাম ধ্বনিও; ভিডিয়ো ভাইরাল - অভিষেক বন্দ্যোপাধ্যায়

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 24, 2023, 4:10 PM IST

মঙ্গলবার তৃণমূলের নব জোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বাঁকুড়ার খাতড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন, তখন তাঁকে লক্ষ্য করে জেলারই ইন্দপুরে 'চোর চোর', 'জয় শ্রীরাম' বলে স্লোগান দিতে শোনা যায়। সেই ভিডিয়ো ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে। কে বা কারা এই স্লোগান দিয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে অজ্ঞাতরা বিজেপি সমর্থক বলেই মনে করা হচ্ছে ৷ এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে 'জয় শ্রীরাম' ধ্বনি তুলেছিলেন বিজেপি কর্মীরা। তা নিয়ে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল। এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য দেওয়ার আগে আগেই বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগান দেওয়াকে কেন্দ্র করে কম রাজনৈতিক জলঘোলা হয়নি। 

এবার তৃণমূল কংগ্রেসের 'সেকেন্ড ইন কমান্ড' অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে বাঁকুড়ার ইন্দপুরে 'চোর' স্লোগানের পাশাপাশি 'জয় শ্রীরাম' স্লোগান দিল একদল যুবক। এদিন এই নিয়ে কোনও অভিব্যক্তি প্রকাশ করেননি তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বরং বিজেপির লাগাতার স্লোগান সত্ত্বেও উপস্থিত বাকি জনতার দিকে গাড়ির দরজায় দাঁড়িয়ে হাত নাড়তে থাকেন তিনি ৷ উল্লেখ্য, বাঁকুড়া জেলায় গত বিধানসভায় এবং লোকসভা নির্বাচনে ভালো ফল করেছে গেরুয়া শিবির। যদিও যারা এই স্লোগান দিয়েছে তাদের বিরুদ্ধে পুলিশকেও কোনরওকম বাধা দিতে দেখা যায়নি। 

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.