Snowfall in Darjeeling : ফের তুষারপাত দার্জিলিংয়ে, খুশির আমেজ পর্যটকমহলে
🎬 Watch Now: Feature Video
খুশির আমেজ পাহাড়ে । বৃহস্পতিবার সকালে ফের তুষারপাত হল শৈলরানিতে । পাশাপাশি তুষারপাত হয়েছে সান্দাকফুতেও। এদিন সকালে দার্জিলিংয়ের টাইগার হিল, চটকপুর, জলাপাহাড়, ঘুম, জোড়বাংলো, তিন মাইল-সহ একাধিক জায়গায় তুষারপাত হয় (Darjeeling again witnesses Snowfall this morning)। আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, বৃহস্পতিবার সকালে রয়েছে তুষারপাতের সম্ভাবনা । আর তুষারপাত হতেই তাপমাত্রার পারদ আরও কমে যায় । সিকিম আবহাওয়া দফতরের অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, বৃহস্পতি এবং শুক্রবার পাহাড়ে হাল্কা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে । যার ফলে কিছুটা আবহাওয়ার তারতম্যের সৃষ্টি হবে । দিনের বেলায় আবহাওয়া ঠিকঠাক থাকলেও রাতে তাপমাত্রা কমবে সমতলেও ।