"নির্বাচনে সন্ত্রাস করেও জিততে পারবে না তৃণমূল" : সায়ন্তন - পুরুলিয়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Nov 22, 2020, 5:37 PM IST

আজ পুরুলিয়ায় দলীয় কর্মসূচীতে যোগ দিতে গিয়ে BJP নেতা সায়ন্তন বসু বলেন, " নির্বাচনে সন্ত্রাস হবে, আরও অনেক BJP কার্যকর্তার প্রাণ ঝরবে ৷ কিন্তু সন্ত্রাস করেও তৃণমূল জিততে পারবে না ৷ তিনি বলেন, " যখন সিংহাসন পালটে যাবে তখন তৃণমূল কংগ্রেসের সন্ত্রাসের জবাব দেবে সাধারণ মানুষ । BJP কার্যকর্তাদের বিভিন্ন কেস দিয়ে জোর করে তৃণমূলে যোগদান করানো হচ্ছে । এটা মানা যাবে না । মানুষ এর বিরুদ্ধে রায় দেবেন । লোকসভা নির্বাচনে সাধারণ মানুষ যেমন জবাব দিয়েছেন একুশে নির্বাচনেও তেমনটাই হবে । চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি পুরুলিয়ার ৯ টি বিধানসভাতেই BJP-র জয় হবে । তৃণমূল খাতা খোলা তো দূরের কথা জামানত রাখতে পারবে কি না সন্দেহ আছে ৷"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.