জানেন কী গান্ধির দ্বিতীয় স্মৃতিসৌধটি কোথায়?

🎬 Watch Now: Feature Video

thumbnail
মহাত্মা গান্ধির স্মৃতিসৌধ বেশিরভাগ মানুষ দিল্লির রাজঘাট বলেই জানেন । তবে গান্ধির আরও একটি স্মৃতিসৌধ আছে । সেটি মধ্যপ্রদেশের নর্মদার তীরে বারওয়ানিতে অবস্থিত ছিল । 1965 সালের 12 ফেব্রুয়ারি সেই সৌধটি স্থাপন করেছিলেন গান্ধিবাদী কাশীনাথ ত্রিবেদী । এই সৌধে গান্ধির পাশাপাশি রাখা ছিল তাঁর স্ত্রী কস্তুরবার চিতাভস্ম । তবে সাম্প্রতিককালে এই সৌধ হারাচ্ছে নিজের ঐতিহ্য ও গরিমা । গান্ধির এই সৌধের কথা ভুলে গেছেন সবাই । অবহেলায় ধুলোর আস্তরণ এখন এই সৌধের সর্বত্র । বিশ্বব্যাপী মানুষকে নিজের মতবাদের মাধ্যমে প্রভাবিত করেছিলেন গান্ধি । গান্ধিকে আজও বিশ্বের মানুষ শ্রদ্ধাজ্ঞাপন করতে রাজঘাটে যান । গান্ধির 150তম জন্মবার্ষিকী উপলক্ষে, আসুন দেখে নেওয়া যাক গান্ধির হারিয়ে যাওয়া সেই স্মৃতি সৌধটিকে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.