দিল্লির গুদামঘরে ভয়াবহ আগুন, ঘটনাস্থানে 35টি ইঞ্জিন - Major fire breaks out
🎬 Watch Now: Feature Video
দিল্লিতে একটি গুদামঘরে আগুন ৷ ঘটনাস্থানে দমকলের 35টি ইঞ্জিন ৷ গুদামঘরে দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ওই গুদামঘরে বৈদ্যুতিন সামগ্রী ও চিকিৎসার জন্য ব্যবহারিত বিভিন্ন সরঞ্জাম মজুত ছিল ৷ যদিও দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই ৷ তবে কী থেকে এই আগুন লাগে তা এখনও জানা যায়নি বলে জানিয়েছেন দিল্লির এক দমকল আধিকারিক ৷