নওদা, 4 জানুয়ারি: শোভাযাত্রা নিয়ে যাওয়ার সময় রাস্তা ছাড়া প্রসঙ্গে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তৃণমূলের কয়েকজন নেতা ৷ এমন সময় হঠাৎ চলল গুলি ৷ সেই গুলিতে গুরুতর জখম রিন্টু বিশ্বাস নামে এক ব্যক্তি ৷ শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা থানার সর্বাঙ্গপুর এলাকায় ৷
স্থানীয়দের একাংশের দাবি, তৃণমূলের কোনও একটি গাড়ি থেকে গুলি চালানো হয়েছে ৷ সেই গুলি সরাসরি লাগে আক্রান্তের বুকের বাঁ দিকে ৷ গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর জখম মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ তবে পুলিশ অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি।
তৃণমূলের তিনটি গাড়ি ঘিরে আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছেয় ৷ এর আগে শুক্রবার এই নওদা থানা এলাকাতেই তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে বুলেট, সাদা থান-সহ শেষকৃত্যের সামগ্রী পড়ে থাকা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল ৷ পরদিন, শনিবার বিকেলে সেই নওদা থানা এলাকায় ঘটল এমন চাঞ্চল্যকর ঘটনা ৷
স্থানীয় সূত্রে খবর, রিন্টু বিশ্বাস-সহ স্থানীয়রা একটি বিসর্জন দিয়ে শোভাযাত্রা করে ফিরছিলেন ৷ সেই সময় ওই রাস্তা দিয়ে তৃণমূলের বেশ কয়েকটি গাড়ি যাচ্ছিল ৷ একটি মিটিং সেরে তৃণমূল নেতা-সমর্থকরা ফিরছিলেন ৷ এই সময় রাস্তা ছাড়া নিয়ে তৃণমূল নেতাদের সঙ্গে শোভাযাত্রা দলের বচসা বাধে ৷ তারই মধ্যে হঠাৎ গুলিবিদ্ধ হন রিন্টু বিশ্বাস ৷ ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ ৷ নওদা থানার পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে ৷ ভিড়ের মাঝে কে গুলি চালিয়েছে তা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ এখনও কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি ৷