JNU-র নাম বদলে MNU করা হোক, দাবি BJP সাংসদের - mnu
🎬 Watch Now: Feature Video
দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU)-র নাম বদলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে করা হোক । এই দাবি করলেন BJP সাংসদ হংসরাজ হংস । JNU-তে জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার নিয়ে আলোচনাসভায় তিনি বলেন, "এবার কাশ্মীর সত্যিই স্বর্গ হবে । সবাই শান্তিতে, আনন্দে, মিলেমিশে থাকুক । বোম না চললেই ভালো । আমার তো এটাই প্রার্থনা । যেই মরুক না কেন, মরে তো কোনও মায়েরই ছেলে । একবার চলে গেলে মায়ের কোলে তাঁর ছেলে ফিরে আসে না ।" এরপরই কাশ্মীর নিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । বলেন, "আমাদের গুরুজনেরা ভুল করেছেন । যার জন্য আমাদের ভুগতে হচ্ছে ।" তিনি প্রশ্ন করেন, "JNU-র J-র মানে কী?" জবাব আসে, "জওহরলাল'। এরপরই হংসরাজ হংস বলেন, "ওনার জন্যই তো এসব হয়েছে । আমার তো মনে হয় এই বিশ্ববিদ্যালয়ের নাম পালটে MNU রাখা উচিত । মোদিজির নামেও তো কিছু করা হোক । যা অসম্ভব ছিল তা মোদিজি করেছেন । এই জন্যই বলি মোদি আছে বলেই সম্ভব ।"