Sadhu Mela: হাওড়ায় জমজমাট সাধু মেলা, হাজির প্রায় 500 সাধু

🎬 Watch Now: Feature Video

thumbnail
সামনেই গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela 2023) ৷ প্রতি বছর এই মেলার ঠিক আগে মিনি গঙ্গাসাগর মেলা বসে বাবুঘাটে ৷ অনেকটা সেই ধাঁচেই হাওড়ার একটি গ্রামে সাধু মেলার (Sadhu Mela) আয়োজন করা হয় ৷ উদ্যোক্তা হাওড়ার (Howrah) লক্ষ্মণপুর গ্রামের (Laxmanpur Village) তারা মা মন্দির কমিটি ৷ সারাদেশের 51টি শক্তিপীঠ থেকে সাধুরা এখানে এসেছেন ৷ এছাড়া, অন্য়ান্য তীর্থক্ষেত্র থেকেও সাধু, সন্ন্যাসীরা এখানে এসে সাময়িক ঘাঁটি গেড়েছেন ৷ কেদারনাথ, সুরাত, কামাখ্যা-সহ বিভিন্ন জায়গা থেকে সাধুরা এসেছেন এই মেলায় ৷ এখান থেকে তাঁরা প্রথমে যাবেন বাবুঘাটের মিনি গঙ্গাসাগরে ৷ তারপর সেখানে কিছুদিন থাকার পর পাড়ি দেবেন গঙ্গাসাগরের উদ্দেশে ৷ উদ্যোক্তারা জানালেন, গত প্রায় তিন দশক ধরে চলছে এই সাধু মেলা ৷ তবে, এবারের ভিড় আগের বছরগুলির তুলনায় অনেকটাই বেশি ৷ এবছর মেলায় প্রায় 500 পাঁচশো সাধুর সমাবেশ হয়েছে ৷ তাঁদের কাছে ভক্তরাও আসছেন ৷ তারা মা মন্দির কমিটির পক্ষ থেকে নারায়ণসেবার বন্দোবস্ত ও সাধুদের থাকার ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু, ইতিমধ্যেই ফের করোনার বাড়াবাড়ি শুরু হয়েছে ৷ আর তা নিয়ে কিছুটা হলেও সমস্য়ায় পড়তে হচ্ছে উদ্যোক্তাদের ৷ কারণ, সাধু, সন্তদের অনেকেই মাস্ক পরতে, বা দূরত্ববিধি মানতে রাজি নন ৷ তবু তাঁদের বুঝিয়ে-সুঝিয়ে করোনাবিধি মেনে চলার অনুরোধ করা হচ্ছে ৷
Last Updated : Feb 3, 2023, 8:37 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.