SBSTC Durgapur: এসবিএসটিসির অস্থায়ী কর্মীদের আন্দোলনের 6 দিন, বিপাকে যাত্রীরা - sbstc temporary workers agitation
🎬 Watch Now: Feature Video
সোমবার ষষ্ঠ দিনে পড়ল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এজেন্সির মাধ্যমে নিযুক্ত অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি(6 Days of Agitation of SBSTC temporary Workers Passengers are in Trouble)৷ দুর্ভোগের স্বীকার বাসযাত্রীরা(SBSTC Durgapur)। দুর্গাপুজোর আগে দক্ষিণবঙ্গ জুড়ে বাস ড্রাইভার ও কনডাক্টর 722জন অস্থায়ী কর্মী এসবিএসটিসি বাস না চালানোয় সমস্যায় কর্তৃপক্ষ থেকে যাত্রীরা । একাধিক দাবি সামনে রেখে কর্মবিরতির ডাক প্রায় সমস্ত ডিপোগুলোতেই ।
Last Updated : Feb 3, 2023, 8:28 PM IST