হায়দরাবাদ: প্রকাশ্যে এসেছে iphone 17 সিরিজের একাধিক ফিচার ৷ শুরু থেকেই অ্যাপলের iphone 17 সিরিজ নিয়ে জল্পনা তুঙ্গে ছিল ৷ এই মডেলটি অত্যন্ত হালকা ও স্লিম বলে দাবি করা হয়েছিল ৷ এই সিরিজে অতিরিক্ত একাধিক ফিচার আপডেট হবে বলে জানানো হয়েছিল ৷ iphone 17 সিরিজের বেশ মডেলে থাকবে ProMotion OLED স্ক্রিন এবং অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে ৷
আমেরিকান টেক জায়েন্ট অ্যাপল সাধারণত হাই-এন্ড প্রো মডেলগুলিতে অতিরিক্ত ফিচার যোগ করে ৷ যা সাধারণত বেশ মডেলে থাকে না ৷ তবে জন্য বেশ কিছু দরকারী আইফোন বৈশিষ্ট্য সংরক্ষণ করে । বৈশিষ্ট্যগুলির এই তালিকায় একটি হাই রেজোলিউশন রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হতে পারে। ফাঁস হওয়া তথ্য অনুসারে আইফোন 17-এর বেস মডেলগুলির পাশাপাশি নন-প্রো মডেলগুলিতে থাকবে এই ডিসপ্লে ৷
চিনের এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবো-তে এক টিপস্টার ডিজিটাল চ্যাট স্টেশন উল্লেখ করা হয়েছে, যে আইফোন 17 মডেলগুলিতে হাই রেজোলিউশন রিফ্রেশ-রেট যুক্ত অর্থাৎ 'প্রোমোশন' ডিসপ্লে আনার পরিকল্পনা করছে । তিনি উল্লেখ করেন LTPS ডিসপ্লে ননপ্রো মডেলগুলিতে থাকবে ৷ এই ডিসপ্লে ব্যবহারের ফলে উজ্বাল আলোতেও দেখা যাবে ৷
আরও স্লিম Samsung Galaxy S25, ক্যামেরায় রয়েছে ALoP প্রযুক্তি
প্রসঙ্গত, iPhone 15 সিরিজ এবং iPhone 16 সিরিজের নন-প্রো মডেল 60 Hz সর্বোচ্চ রিফ্রেশ রেট যুক্ত LTPS ডিসপ্লে ব্যবহার করে। প্রো মডেলগুলিতে সর্বোচ্চ 120 Hz এর রিফ্রেশ হারের ডিসপ্লে ব্যবহার করা যায় ৷ এটাই প্রথম নয় এর আগেও এক বিশিষ্ট প্রযুক্তি বিশ্লেষক রস ইউং (Ross Young) দাবি করে ছিলেন iPhone 17 সিরিজে একটি অ্যান্টি-রিফ্লেক্টিভ ডিসপ্লে থাকতে পারে ৷ এই ডিসপ্লে সাধরণ ডিসপ্লে-র থেকে অনেকটাই আলাদা ৷ এটি স্ক্র্যাচ বিরোধী ৷ পাশাপাশি আইফোন-17 এর নামও বদলে যাবে ৷ সম্ভবত iPhone 17 "স্লিম" বা "এয়ার" নামকরণ করা হবে।
জানা গিয়েছে, Apple এর iPhone 17-এ সমস্ত মডেল জুড়ে 24MP ফ্রন্ট ক্যামেরা থাকবে । প্রো ম্যাক্সে ট্রিপল 48MP রিয়ার ক্যামেরা থাকতে পারে, অন্যদিকে এয়ারে এটিতে 48MP লেন্স থাকতে পারে । প্রো মডেলের জন্য 12GB RAM এবং এয়ার এবং স্ট্যান্ডার্ড মডেলের জন্য 8GB-সহ A19 চিপ থাকতে পারে ৷ iPhone 17 Air-এ সম্ভবত 'Plus' মডেলের মতো 6.6-ইঞ্চি ডিসপ্লে থাকতে পারে ৷