মেদিনীপুর, 3 জানুয়ারি: তৃণমূল নেতা খুনের ঘটনায় মুখ্যমন্ত্রী এবং শাসক শিবিরকেই তীব্র আক্রমণ করলেন প্রবীণ সিপিএম নেতা সূর্যকান্ত মিশ্র। তিনি বলেন, "এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়পুলিশ সুপার নির্ভর ছিলেন। এখন আর তাঁদের উপরে নির্ভর করতে পারছেন না।" প্রসঙ্গত, বৃহস্পতিবার মালদার তৃণমূল নেতা বাবলা সরকারের খুনের ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সুপারের ভূমিকার তীব্র সমালোচনা করেন মমতা। এরপরই এমন মন্তব্য করলেন সূর্যকান্ত।
এ প্রসঙ্গেই তিনি আরও বলেন, "আমরা নিরাপদ পরিস্থিতিতে কাজ করব, এমনটা কখনও ভাবিনি ৷ প্রয়োজন হলে প্রাণ দিতে রাজি আছি, তবে প্রতিরোধ হবে।" মালদায় তৃণমূল নেতাকে পিছু ধাওয়া করে প্রকাশ্যে গুলি করার সিসিটিভি ফুটেজ ঘিরে আতঙ্ক ছড়িয়েছে গোটা রাজ্যে ৷ এই ঘটনা থেকে অনেকেই মনে করছেন, এখন খোদ শাসকদলের নেতা-মন্ত্রীরাই সুরক্ষিত নন। প্রকাশ্যে বাইরের রাজ্য থেকে দুষ্কৃতীরা এসে গুলি করে চলে যাচ্ছে। এমতাবস্থায় সাধারণ মানুষের অবস্থা কী তা নিয়েই উঠছে বিস্তর প্রশ্ন।
এদিন মেদিনীপুরে কৃষক সভার একটি আলোচনা সভায় অংশ নিতে আসেন সিপিএমের এই প্রাক্তন রাজ্য সম্পাদক। আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "আগে উনি পুলিশ সুপারদের উপর নির্ভর করছিলেন ৷ এখন আর নির্ভর হতে পারছেন না ৷ তাই এই ধরনের মন্তব্য করছেন। যেখানে মুখ্যমন্ত্রী খাটে বসে, চেয়ারে বসে নিজের পা ভেঙে ফেলেন সেখানে আর বলার কী আছে !"
এরপর সিপিএম কর্মী নেতাদের আতঙ্কিত হওয়া নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন, "আমরা কখনও নিরাপদ পরিবেশে কাজ করব সেটা ভাবিনি। এর থেকেও অনেক খারাপ সময় আমরা দেখেছি। সব সময় নিজেদের প্রস্তুত রেখেছি। এর আগেও খারাপ সময়ে আমাদের কর্মীরা প্রাণ দিয়েছেন। দরকার হলে আমরাও জীবন দিতেও প্রস্তুত। আমরা প্রতিরোধ করতে শিখেছি। কোনও পরিস্থিতিতে আত্মসমর্পণ করতে শিখিনি ৷"