Kankalitala Kumari Puja: দুর্গাপুজোর পর সতীপীঠ কঙ্কালীতলায় 51 কুমারী পুজোয় মাতলেন ভক্তরা - girls worshipped
🎬 Watch Now: Feature Video
দুর্গা পুজোর পর প্রথা মেনে ত্রয়োদশী তিথিতে 51 কুমারীর পুজো হল 51 সতীপীঠের অন্যতম বীরভূমের কঙ্কালীতলায় (Kankalitala Kumari Puja)। পুজোর বয়স 48 বছর ৷ জেলার নানা প্রান্ত থেকে 51টি শিশুকন্যাকে এখানে নিয়ে আসেন তাদের বাবা-মায়েরা । তারপর তাদের দেবী রূপে পুজো করা হয় ৷ প্রতি বছর কঙ্কালীতলা মন্দির সংলগ্ন প্রাচীন বটবৃক্ষের নিচে কুমারী পুজো দেখতে বহু মানুষ ভিড় জমান ৷ 51 জন দেবীর নামে 51 জন কুমারীকে এখানে ভিন্ন ভিন্ন রীতিতে পুজো করা হয় ৷
Last Updated : Feb 3, 2023, 8:29 PM IST