ETV Bharat / state

Cabinet Rejig: মমতার বিদেশ সফরের আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 5, 2023, 6:55 PM IST

Cabinet rejig expected before Mamata's Europe trip: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফরের আগেই রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে বলে খবর মিলেছে ৷ সে ক্ষেত্রে কার হাতে যেতে পারে কোন দফতর, দেখে নিন ৷

Cabinet Rejig
রাজ্য মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা

কলকাতা, 5 সেপ্টেম্বর: শেষবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল গত বছর 3 অগস্ট । কিন্তু যতদূর জানা যাচ্ছে, 12 সেপ্টেম্বর বিদেশ সফরে যাওয়ার আগেই রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল সেরে নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এখনও পর্যন্ত যা খবর, এই রদবদলে মন্ত্রিসভায় নতুন মুখ হয়তো কেউ জায়গা পাচ্ছে না । তার বদলে এ বার দায়িত্বের অদল বদল করা হতে পারে ।

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি দফতরের কাজ নিয়ে দলের অন্দরে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । খাদ্য, অচিরাচরিত শক্তি এবং পর্যটন দফতরের কাজ নিয়ে নবান্নের অন্দরে ক্ষোভের আভাস পাওয়া গিয়েছে । ফলে আগামী রদবদলে এই তিন দফতরে মন্ত্রী বদল হয় কি না সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের ।

সাম্প্রতিক অতীতে খাদ্য দফতরের কাজকর্ম নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল । তাই মনে করা হচ্ছে, খাদ্য দফতর আবার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই ফিরিয়ে দেওয়া হতে পারে । পূর্বে এই দফতর সফলভাবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের । একইসঙ্গে, সে ক্ষেত্রে বন দফতরের দায়িত্ব যেতে পারে উত্তরবঙ্গের কোনও মন্ত্রীর হাতে । অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব বিদ্যুৎ দফতরের পাশাপাশি দেওয়া হতে পারে অরূপ বিশ্বাসকেই ।

আরও পড়ুন: 'শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ', প্রতিবাদে রাজভবনের গেটে ধরনার হুমকি মমতার

এমনটাও শোনা যাচ্ছে যে, এ বার মন্ত্রিসভায় রদবদলে অন্যতম বড় চমক হতে পারে পর্যটন দফতর নিয়ে । এ ক্ষেত্রে বর্তমান পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । সে ক্ষেত্রে অন্য একটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে খবর । একইসঙ্গে, এ বার রদবদলে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়ার দফতর বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে । এ ক্ষেত্রে তাঁকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় । কয়েকদিন আগে তাঁর হাত থেকে নেওয়া পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে । যদিও সমস্ত বিষয়টাই রাজনৈতিক মহলের জল্পনা । শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী । শোনা যাচ্ছে, তাঁর বিদেশ সফরের আগেই এই রদবদল সম্পন্ন হবে । সে ক্ষেত্রে তিনি কাকে কোন দফতর দেন, সেটাই এখন দেখার ।

কলকাতা, 5 সেপ্টেম্বর: শেষবার রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়েছিল গত বছর 3 অগস্ট । কিন্তু যতদূর জানা যাচ্ছে, 12 সেপ্টেম্বর বিদেশ সফরে যাওয়ার আগেই রাজ্য মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদল সেরে নিতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে এখনও পর্যন্ত যা খবর, এই রদবদলে মন্ত্রিসভায় নতুন মুখ হয়তো কেউ জায়গা পাচ্ছে না । তার বদলে এ বার দায়িত্বের অদল বদল করা হতে পারে ।

সাম্প্রতিক অতীতে বেশ কয়েকটি দফতরের কাজ নিয়ে দলের অন্দরে উষ্মা প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী । খাদ্য, অচিরাচরিত শক্তি এবং পর্যটন দফতরের কাজ নিয়ে নবান্নের অন্দরে ক্ষোভের আভাস পাওয়া গিয়েছে । ফলে আগামী রদবদলে এই তিন দফতরে মন্ত্রী বদল হয় কি না সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের ।

সাম্প্রতিক অতীতে খাদ্য দফতরের কাজকর্ম নিয়ে বিভিন্ন মহল প্রশ্ন তুলেছিল । তাই মনে করা হচ্ছে, খাদ্য দফতর আবার জ্যোতিপ্রিয় মল্লিকের হাতেই ফিরিয়ে দেওয়া হতে পারে । পূর্বে এই দফতর সফলভাবে সামলানোর অভিজ্ঞতা রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের । একইসঙ্গে, সে ক্ষেত্রে বন দফতরের দায়িত্ব যেতে পারে উত্তরবঙ্গের কোনও মন্ত্রীর হাতে । অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব বিদ্যুৎ দফতরের পাশাপাশি দেওয়া হতে পারে অরূপ বিশ্বাসকেই ।

আরও পড়ুন: 'শিক্ষা ব্যবস্থায় হস্তক্ষেপ', প্রতিবাদে রাজভবনের গেটে ধরনার হুমকি মমতার

এমনটাও শোনা যাচ্ছে যে, এ বার মন্ত্রিসভায় রদবদলে অন্যতম বড় চমক হতে পারে পর্যটন দফতর নিয়ে । এ ক্ষেত্রে বর্তমান পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয়কে এই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হতে পারে । সে ক্ষেত্রে অন্য একটি গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব তাঁকে দেওয়া হতে পারে বলে খবর । একইসঙ্গে, এ বার রদবদলে রাজ্যের জলসম্পদ মন্ত্রী মানস ভুঁইয়ার দফতর বদল হওয়ার সম্ভাবনাও রয়েছে । এ ক্ষেত্রে তাঁকে কোন দফতরের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয় । কয়েকদিন আগে তাঁর হাত থেকে নেওয়া পরিবেশ দফতরের দায়িত্ব দেওয়া হতে পারে বর্তমান খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে । যদিও সমস্ত বিষয়টাই রাজনৈতিক মহলের জল্পনা । শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী । শোনা যাচ্ছে, তাঁর বিদেশ সফরের আগেই এই রদবদল সম্পন্ন হবে । সে ক্ষেত্রে তিনি কাকে কোন দফতর দেন, সেটাই এখন দেখার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.