ETV Bharat / technology

সোশাল মিডিয়ায় আপলোড করা সেলফিতে ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট ! - Beware of Cyber Crimes - BEWARE OF CYBER CRIMES

Cyber Crimes: সাইবার চোররা আপনার ব্যক্তিগত ছবি ও প্রোফাইল ব্যবহার করে জাল অ্যাকাউন্ট তৈরি করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের কাছ থেকে টাকা চাওয়া ঘটনা আকছার ঘটছে ৷ জানেন কি সোশাল মিডিয়ায় থাকা সেলফি এই সব কিছুর কারণ, বিস্তারিত জানুন প্রতিবেদনে ৷

Cyber Crimes
সেলফিতে ফাঁকা ব্যাংক অ্যাকাউন্ট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 26, 2024, 1:51 PM IST

হায়দরাবাদ: আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সোশাল মিডিয়ার ব্যবহার ক্রমশই বাড়ছে ৷ বর্তমানে সোশাল মিডিয়ার ব্যবহার কেবলমাত্র বিনোদন বা অবসর সময় কাটানোর মধ্যেই আটকে নেই ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো পোস্ট আয়ের উৎস এখন ৷ আপনি নিরাপদ ভেবে যা কিছু পোস্ট করছেন সেসব বিবরণ চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে ৷ এই সমস্ত তথ্য হাতিয়ে হ্যাকাররা শূন্য করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট ৷ শুধু আপনারই নয়, এমনকী আপনার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টেও হানা দিতে পারে ৷

PhonePe-এ টাকা পাঠানোর সময় সতর্ক থাকুন; মেনে চলুন এই বিষয়গুলি

সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচতে সোশাল মিডিয়া সাবধানে ব্যবহারের পরামর্শ দিচ্ছে পুলিশ ৷ সুন্দর সেলফি থেকে শুরু করে অনেক ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অনেকে ৷ কিন্তু জানেন কি, এই অভ্যাসের কারণেই সমস্যায় পড়তে পারেন ৷ জানা গিয়েছে, সাইবার অপরাধীরা তথ্য হাতাতে এই সেলফি-ছবিগুলিকে ব্যবহার করছেন ৷ এই সমস্ত তথ্য কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা করে দিতে পারে নিমেষে ৷ নিশ্চয় ভাবছেন আপনার সেলফি ব্য়বহার করে কীভাবে বিপদে ফেলবে সাইবার অপরাধীরা ৷ তবে ব্যাপারটা বিশ্লেষণ করা যাক ৷

Infosys-LVPEI-এর এই অ্যাপটি দিয়ে ঘরে বসে সহজে চোখের পরীক্ষা করুন

সাইবার অপরাধীরা কীভাবে কাজ করে ?

অনলাইনে পরিচয় প্রক্রিয়া সুনিশ্চিত করতে সাধারণত সেলফি তুলে আপলোড করার কথা বলা হয় ৷ এই পদ্ধতির মাধ্যমে কোনও ব্যক্তি তাঁর পরিচয় পর্ব ডিজিটালি সুনিশ্চিত করেন ৷ অনেক সময় ব্যাংক এবং ফিনটেক কোম্পানি সেলফির মাধ্যমে পরিচয় সুনিশ্চিত করেন ৷ জানেন কি একই কৌশল অবলম্বন করে সাইবার অপরাধীরাও ৷ সেলফির মাধ্যমে পরিচয় সুনিশ্চিত করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে ৷ তাই সেলফির সাহায্যে পরিচয় সুনিশ্চিত করার আগে সবদিক খতিয়ে দেখে তারপরই করা উচিত ৷

সাবধান! অকজো মোবাইলের পরিবর্তে জিনিস কিনছেন, চুরি যেতে পারে তথ্য

জাল অ্যাকাউন্ট তৈরি করে অর্থ লুট করার কৌশল: সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ও ছবি ব্য়বহার করে জাল অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে ৷ তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারে। সাইবার অপরাধীরা আপনার ছদ্মনামে চ্যাট করবে ৷ এরপরই জরুরী প্রয়োজনের নাম করে টাকা চাইতে পারে আপনার আত্মীয়দের থেকে ৷ কোনও কিছু না ভেবে দ্রুত টাকা পাঠালে বিপদে পড়তে পারেন তাঁরা ৷ এই ধরনের পরিস্থিতিতে সবদিক যাচাই করে, প্রয়োজনে ফোন করে নিশ্চিত করে তবে টাকা পাঠানো দরকার ৷

মহিলা নিরাপত্তায় 'নির্ভয় আংটি' তৈরি দুই ছাত্রীর

সাইবার পুলিশ কী বলছে : সাম্প্রতিক বছরগুলিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য প্ল্যাটফর্মের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে পোস্ট করা ছবি জাল করে আলাদা অ্যাকাউন্ট তৈরি করে টাকা চাওয়ার ঘটনা বেড়েছ । তা ছাড়া, অন্যান্য অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে পারেন ৷ তাই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি পোস্ট করলে অবশ্যই অ্যাকাউন্টেটির প্রোফাইল লক করতে হবে। Facebook সহ অন্যান্য অ্যাকাউন্টে ব্যক্তিগত ছবিগুলিকে প্রাইভেট মোডে রাখার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা ৷

হায়দরাবাদ: আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সোশাল মিডিয়ার ব্যবহার ক্রমশই বাড়ছে ৷ বর্তমানে সোশাল মিডিয়ার ব্যবহার কেবলমাত্র বিনোদন বা অবসর সময় কাটানোর মধ্যেই আটকে নেই ৷ সোশাল মিডিয়ায় বিভিন্ন ভিডিয়ো পোস্ট আয়ের উৎস এখন ৷ আপনি নিরাপদ ভেবে যা কিছু পোস্ট করছেন সেসব বিবরণ চলে যেতে পারে সাইবার অপরাধীদের হাতে ৷ এই সমস্ত তথ্য হাতিয়ে হ্যাকাররা শূন্য করে দিতে পারে আপনার অ্যাকাউন্ট ৷ শুধু আপনারই নয়, এমনকী আপনার পরিবারের অন্যান্য সদস্য ও আত্মীয়স্বজনদের ব্যাংক অ্যাকাউন্টেও হানা দিতে পারে ৷

PhonePe-এ টাকা পাঠানোর সময় সতর্ক থাকুন; মেনে চলুন এই বিষয়গুলি

সাইবার অপরাধীদের হাত থেকে বাঁচতে সোশাল মিডিয়া সাবধানে ব্যবহারের পরামর্শ দিচ্ছে পুলিশ ৷ সুন্দর সেলফি থেকে শুরু করে অনেক ব্যক্তিগত ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন অনেকে ৷ কিন্তু জানেন কি, এই অভ্যাসের কারণেই সমস্যায় পড়তে পারেন ৷ জানা গিয়েছে, সাইবার অপরাধীরা তথ্য হাতাতে এই সেলফি-ছবিগুলিকে ব্যবহার করছেন ৷ এই সমস্ত তথ্য কাজে লাগিয়ে ব্যাংক অ্যাকাউন্টও ফাঁকা করে দিতে পারে নিমেষে ৷ নিশ্চয় ভাবছেন আপনার সেলফি ব্য়বহার করে কীভাবে বিপদে ফেলবে সাইবার অপরাধীরা ৷ তবে ব্যাপারটা বিশ্লেষণ করা যাক ৷

Infosys-LVPEI-এর এই অ্যাপটি দিয়ে ঘরে বসে সহজে চোখের পরীক্ষা করুন

সাইবার অপরাধীরা কীভাবে কাজ করে ?

অনলাইনে পরিচয় প্রক্রিয়া সুনিশ্চিত করতে সাধারণত সেলফি তুলে আপলোড করার কথা বলা হয় ৷ এই পদ্ধতির মাধ্যমে কোনও ব্যক্তি তাঁর পরিচয় পর্ব ডিজিটালি সুনিশ্চিত করেন ৷ অনেক সময় ব্যাংক এবং ফিনটেক কোম্পানি সেলফির মাধ্যমে পরিচয় সুনিশ্চিত করেন ৷ জানেন কি একই কৌশল অবলম্বন করে সাইবার অপরাধীরাও ৷ সেলফির মাধ্যমে পরিচয় সুনিশ্চিত করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিতে পারে ৷ তাই সেলফির সাহায্যে পরিচয় সুনিশ্চিত করার আগে সবদিক খতিয়ে দেখে তারপরই করা উচিত ৷

সাবধান! অকজো মোবাইলের পরিবর্তে জিনিস কিনছেন, চুরি যেতে পারে তথ্য

জাল অ্যাকাউন্ট তৈরি করে অর্থ লুট করার কৌশল: সোশ্যাল মিডিয়াতে আপনার নাম ও ছবি ব্য়বহার করে জাল অ্যাকাউন্ট তৈরি করে প্রথমে ৷ তারপর সেই অ্যাকাউন্ট থেকে আপনার বন্ধুদের কাছে বন্ধুত্বের অনুরোধ পাঠাতে পারে। সাইবার অপরাধীরা আপনার ছদ্মনামে চ্যাট করবে ৷ এরপরই জরুরী প্রয়োজনের নাম করে টাকা চাইতে পারে আপনার আত্মীয়দের থেকে ৷ কোনও কিছু না ভেবে দ্রুত টাকা পাঠালে বিপদে পড়তে পারেন তাঁরা ৷ এই ধরনের পরিস্থিতিতে সবদিক যাচাই করে, প্রয়োজনে ফোন করে নিশ্চিত করে তবে টাকা পাঠানো দরকার ৷

মহিলা নিরাপত্তায় 'নির্ভয় আংটি' তৈরি দুই ছাত্রীর

সাইবার পুলিশ কী বলছে : সাম্প্রতিক বছরগুলিতে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য প্ল্যাটফর্মের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটগুলিতে পোস্ট করা ছবি জাল করে আলাদা অ্যাকাউন্ট তৈরি করে টাকা চাওয়ার ঘটনা বেড়েছ । তা ছাড়া, অন্যান্য অ্যাপের মাধ্যমে সাইবার প্রতারকরা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা হাতাতে পারেন ৷ তাই সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি পোস্ট করলে অবশ্যই অ্যাকাউন্টেটির প্রোফাইল লক করতে হবে। Facebook সহ অন্যান্য অ্যাকাউন্টে ব্যক্তিগত ছবিগুলিকে প্রাইভেট মোডে রাখার পরামর্শ দেন সাইবার বিশেষজ্ঞরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.