ETV Bharat / bharat

পুলিশ সেজে 'ডিজিটাল গ্রেফতার' ! নতুন কায়দায় 2 কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা - Dehradun Digital Fraud Case

Dehradun Digital Arrest Case: উত্তরাখণ্ডে ক্রমাগত বাড়ছে সাইবার জালিয়াতির ঘটনা। সাইবার অপরাধীরা মানুষকে ভয় দেখিয়ে টার্গেট করছে। একই সময়ে, সাইবার প্রতারকরা দেরাদুনে এক অবসরপ্রাপ্ত শিক্ষককে অর্থ পাচারের হুমকি দিয়ে কোটি টাকা প্রতারণা করেছে।

Dehradun Digital Arrest Case
2 কোটি টাকা হাতিয়ে নিল প্রতারকরা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 10:20 PM IST

দেরাদুন, 30 সেপ্টেম্বর: ডিজিটালি গ্রেফতার ! সাইবার অপরাধের নয়া কাণ্ড ফাঁস ৷ জানা গিয়েছে, কোতোয়ালি প্যাটেল নগর এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ন'দিন ডিজিটালভাবে গ্রেফতার করে দুই কোটি টাকারও বেশি প্রতারণা করেছে সাইবার অপরাধীরা। সাইবার ক্রাইম পুলিশ বর্তামনে মামলার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মুম্বই পুলিশ পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা 20 লক্ষ টাকার মানি লন্ডারিং লেনদেনের কথা বলে ভয় দেখায় ওই শিক্ষককে। তাঁর অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

নিরঞ্জনপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মহিপাল সিং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে জানান, 9 সেপ্টেম্বর তিনি মুম্বই সাইবার ক্রাইম থেকে একটি ফোন কল পেয়েছিলেন ৷ অভিযুক্ত নিজেকে মুম্বই পুলিশের সাব ইন্সপেক্টর বিনয় কুমার চৌবে বলে পরিচয় দিয়েছিলেন। এরপরই একটি মামলার বিষয়ে ভিডিয়ো কলে কথা বলতে চায় সে ৷ এ-ও জানানো হয়, ওই শিক্ষকের আধার কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে 20 লক্ষ টাকার মানি লন্ডারিং লেনদেন হয়েছে।

এমনকী ওই শিক্ষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে। এর পরে, তাঁকে বলা হয় তিনি নজরদারিতে থাকবেন ৷ প্রতি তিন ঘণ্ট অন্তর হোয়াটসঅ্যাপে উপস্থিতি বার্তাও পাঠাতে হবে বলে জানানো হয়। 10 সেপ্টেম্বর, বিনয় কুমার নামে ওই ব্যক্তি ফের ফোন করে আরও এক পুলিশ অফিসার পরিচয়ে আকাশ কুলহারি কথা বলে ৷ এসময় মহিপাল সিংকে নোটিশ ও আদালতের নথিও পাঠানো হয়। এমনকী সাইবার অপরাধীরা তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেয় ৷ এর পরে, 11 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে প্রতারকদের অ্যাকাউন্টে 2 কোটি 27 লাখ টাকা পাঠানো হয় ৷ সাইবার প্রতারকরা এরপরও ওই শিক্ষককে আরও টাকা দিতে বললে, তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন।

সাইবার অপরাধ বিভাগের আধিকারিক অঙ্কুশ মিশ্র জানান, প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সাইবার জালিয়াতির ঘটনায় 'ডিজিটাল গ্রেফতার'-এর ঘটনা দ্রুত বাড়ছে বলেও জানান তিনি। বিভিন্ন ধরনের অপরাধের ভয় দেখিয়ে এবং তারপর ভিডিয়ো কলে পুলিশ সেজে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ ভিডিয়ো কলের সময় থানার মতোই দেখায়, যা দেখে স্বাভাবিকবাবেই সকলে ভয় পেয়ে যান অনেকেই। এর পরই প্রতারকদের ফাঁদে আটকে পড়েন তাঁরা ৷

দেরাদুন, 30 সেপ্টেম্বর: ডিজিটালি গ্রেফতার ! সাইবার অপরাধের নয়া কাণ্ড ফাঁস ৷ জানা গিয়েছে, কোতোয়ালি প্যাটেল নগর এলাকার এক অবসরপ্রাপ্ত শিক্ষককে ন'দিন ডিজিটালভাবে গ্রেফতার করে দুই কোটি টাকারও বেশি প্রতারণা করেছে সাইবার অপরাধীরা। সাইবার ক্রাইম পুলিশ বর্তামনে মামলার তদন্ত শুরু করেছে ৷

পুলিশ সূত্রে খবর, মুম্বই পুলিশ পরিচয় দিয়ে সাইবার অপরাধীরা 20 লক্ষ টাকার মানি লন্ডারিং লেনদেনের কথা বলে ভয় দেখায় ওই শিক্ষককে। তাঁর অভিযোগের ভিত্তিতে সাইবার ক্রাইম থানায় অজ্ঞাত পরিচয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ৷

নিরঞ্জনপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মহিপাল সিং সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করে জানান, 9 সেপ্টেম্বর তিনি মুম্বই সাইবার ক্রাইম থেকে একটি ফোন কল পেয়েছিলেন ৷ অভিযুক্ত নিজেকে মুম্বই পুলিশের সাব ইন্সপেক্টর বিনয় কুমার চৌবে বলে পরিচয় দিয়েছিলেন। এরপরই একটি মামলার বিষয়ে ভিডিয়ো কলে কথা বলতে চায় সে ৷ এ-ও জানানো হয়, ওই শিক্ষকের আধার কার্ড এবং মোবাইল নম্বর দিয়ে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যেখানে 20 লক্ষ টাকার মানি লন্ডারিং লেনদেন হয়েছে।

এমনকী ওই শিক্ষকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে। এর পরে, তাঁকে বলা হয় তিনি নজরদারিতে থাকবেন ৷ প্রতি তিন ঘণ্ট অন্তর হোয়াটসঅ্যাপে উপস্থিতি বার্তাও পাঠাতে হবে বলে জানানো হয়। 10 সেপ্টেম্বর, বিনয় কুমার নামে ওই ব্যক্তি ফের ফোন করে আরও এক পুলিশ অফিসার পরিচয়ে আকাশ কুলহারি কথা বলে ৷ এসময় মহিপাল সিংকে নোটিশ ও আদালতের নথিও পাঠানো হয়। এমনকী সাইবার অপরাধীরা তাঁর সব ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও হাতিয়ে নেয় ৷ এর পরে, 11 সেপ্টেম্বর থেকে 17 সেপ্টেম্বরের মধ্যে প্রতারকদের অ্যাকাউন্টে 2 কোটি 27 লাখ টাকা পাঠানো হয় ৷ সাইবার প্রতারকরা এরপরও ওই শিক্ষককে আরও টাকা দিতে বললে, তিনি প্রতারিত হয়েছেন বুঝতে পারেন।

সাইবার অপরাধ বিভাগের আধিকারিক অঙ্কুশ মিশ্র জানান, প্রতারিত ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে তা-ও খতিয়ে দেখা হচ্ছে। সাইবার জালিয়াতির ঘটনায় 'ডিজিটাল গ্রেফতার'-এর ঘটনা দ্রুত বাড়ছে বলেও জানান তিনি। বিভিন্ন ধরনের অপরাধের ভয় দেখিয়ে এবং তারপর ভিডিয়ো কলে পুলিশ সেজে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ ভিডিয়ো কলের সময় থানার মতোই দেখায়, যা দেখে স্বাভাবিকবাবেই সকলে ভয় পেয়ে যান অনেকেই। এর পরই প্রতারকদের ফাঁদে আটকে পড়েন তাঁরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.