হায়দরাবাদ: চলতি মাসেই শুরু হতে চলেছে ফ্লিপকার্ট বিগ বিলিয়ন ডেস সেল ৷ ক্রেতা টানতে স্মার্টফোনের উপর লোভনীয় ছাড় ঘোষণা করছে ফ্লিপকার্ট ৷ POCO India তার 'ম্যাড রিটেইল প্রাইস' প্রচারাভিযানে ক্রেতা টানতে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলিতে এক ধাক্কায় বিপুল পরিমাণ ছাড় ঘোষণা করেছে ৷
26শে সেপ্টেম্বর, 2024 থেকে শুরু হতে চলেছে ফ্লিপকার্টের এই সেল পর্ব ৷ ব্যাপক ডিসকাউন্ট ছাড়াও POCO-র স্মার্টফোনে কিনলে বিভিন্ন ব্যাং অফার ও ডিসকাউন্ট দেওয়া হয়েছে ৷ যাতে ক্রেতারা আরও সাশ্রয়ী মূল্যে আধুনিক স্মার্টফোন কিনতে পারেন ৷ এই স্মার্টফোনগুলির মধ্যে রয়েছে POCO F6 5G, X6 Pro 5G এবং X6 Neo 5G ৷ যেগুলি তাদের উন্নত বৈশিষ্ট্যগুলির জন্য পরিচিত ৷ POCO F6 5G Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং ডুয়াল 50MP Sony ক্যামেরা ব্যবহার করা হয়েছে ৷
POCO আকর্ষণীয় ফিচার
POCO X6 Pro 5G-তে রয়েছ ট্রিপল ক্যামেরা ৷ তাই ছবির গুণমান যে অত্যন্ত ভালো হবে তা বলার অপেক্ষা রাখে না ৷ এটিতেও রয়েছে লোভনীয় ছাড় ৷ এছাড়াও POCO C65 5G, C61 5G, M6 5G, M6 Plus 5G এবং X6 5G মডেলগুলিতেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে Flipkart-এ Big Billion Days সেল উলপক্ষ্যে ৷ এই ডিভাইসগুলির মধ্যে POCO M6 5G এর মতো বাজেট-বান্ধব বিকল্পগুলি রয়েছে, যা ভারতের সবচেয়ে সাশ্রয়ী মূল্যের 5G ফোন এবং POCO C61 5G, যা একটি দ্রুত সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ডট ড্রপ HD+ ডিসপ্লে বৈশিষ্ট্যযুক্ত।
শুরু হচ্ছে বিগ বিলিয়ন ডে সেল, 40 হাজারের নীচে সেরা স্মার্টফোনের হদিস
POCO স্মার্টফোনগুলিতে ব্যাপক ছাড়
কোম্পানিটি গ্রাহকদের তাদের স্মার্টফোন আপগ্রেড করার জন্য বিশেষ সুযোগ দিয়েছে ৷ POCO F6 5G-এর দাম 21,999 টাকা, আর POCO X6 Pro 5G-এর দাম 18,999 টাকা রয়েছ ৷ এছড়াও যাঁরা আরও বেশি সাশ্রয়ী মূল্যের বিকল্প খুঁজছেন তাদের জন্য সুযোগ রয়েছে ৷ POCO X6 5G এবং POCO X6 Neo 5G-এর দাম যথাক্রমে 14,999 টাকা এবং 11,999 টাকা। POCO M6 Plus 5G 10,999 টাকায় এবং POCO M6 5G 7,499 টাকায় বিক্রি হচ্ছে । এছড়াও POCO C65 5G এবং POCO C61 5G, যথাক্রমে 6,799 টাকা এবং 6,299 টাকায় পাওয়া যাচ্ছে ৷ এছড়াও বিভিন্ন ব্যাংকের কার্ডে ছাড়ের অফার আছে ৷ যাঁরা 10 হাজারেরও কমে 5জি স্মার্টফোন কিনতে চাইছেন তাঁরা এই দুটি মডেলে দেখতে পারেন ৷