ETV Bharat / state

পুজোর অনুদান নিলে মণ্ডপে টাঙাতে হবে মমতার ছবি, বিতর্কে তৃণমূল বিধায়ক - TMC MLA Controversial Comment - TMC MLA CONTROVERSIAL COMMENT

TMC MLA on Durga Puja Donation: পুজোর অনুদান নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী ৷ অনুষ্ঠান মঞ্চ থেকে কী বললেন তিনি ?

Bhatar TMC MLA
তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী (বিধায়কের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 30, 2024, 10:31 PM IST

Updated : Sep 30, 2024, 11:08 PM IST

ভাতার, 30 সেপ্টেম্বর: অনুদান নিলে পুজো মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ছবি টাঙাতে না পারলে বা কোনও আপত্তি থাকলে অনুদানের টাকা ফেরত দিয়ে দিন। সোমবার দুর্গাপুজোর চেক বিলির সময় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধায়কের এই বক্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। বিরোধিতায় সরব হয়েছে বিজেপির মতো বিরোধী দল।

বিধায়কের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও থেকে শুরু করে জেলা পুলিশের আধিকারিকরা ৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকে চেক বিতরণের আগে পুজো কমিটিগুলির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "যাঁরা পুজোর অনুদান হিসেবে চেক নিচ্ছেন তাঁদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে । আর যদি কারও ছবি টাঙাতে আপত্তি থাকে তাহলে পুজো কমিটি চেক ফেরত দিতে পারে ।"


তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন। তাঁর ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এই টাকাটা কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন। এটা সরকারের টাকা। আর মুখ্যমন্ত্রী সরকারের লোক। তিনি দলের হতে পারেন, তবে টাকাটা আপনারা নিচ্ছেন । কিন্তু অনেকেই মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস । তাহলে আপনারা টাকাটা নেবেন না। যাঁদের মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা আছে তাঁদের টাকাটা না নেওয়াই ভালো । কারণ অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না। তাই আপনারাও যদি মনে করেন মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো যাবে না তাহলে টাকা নেবেন না । এটা আমার অনুরোধ আপনাদের কাছে ।"

তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য (ইটিভি ভারত)

রাত দখলের নামে মদের দোকানে মেয়েরা, বেফাঁস মন্ত্রী স্বপন দেবনাথ

এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, "ভাতারের তৃণমূল বিধায়ক প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন যাঁরা অনুদান নেবেন তাঁদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। না হলে অনুদান নেওয়ার দরকার নেই। বিধায়ক হয়তো ভুলে গিয়েছেন এই অনুদান বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না । এটা সাধারণ মানুষের করের টাকা কেটে সাধারণ মানুষকেই দেওয়া হচ্ছে । উনি এমনিতেই আজেবাজে মন্তব্য করে থাকেন। রাজ্যজুড়ে আজ এই ধরনের প্রচ্ছন্ন হুমকি বা থ্রেট কালচার চলছে । সরকারি মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের হুমকি দিয়ে বিধায়ক প্রমাণ করে দিলেন আজ রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে ।"

ভাতার, 30 সেপ্টেম্বর: অনুদান নিলে পুজো মণ্ডপে টাঙাতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। ছবি টাঙাতে না পারলে বা কোনও আপত্তি থাকলে অনুদানের টাকা ফেরত দিয়ে দিন। সোমবার দুর্গাপুজোর চেক বিলির সময় এই ভাষাতেই হুঁশিয়ারি দিলেন ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী। বিধায়কের এই বক্তব্য ঘিরে তোলপাড় পড়ে গিয়েছে। বিরোধিতায় সরব হয়েছে বিজেপির মতো বিরোধী দল।

বিধায়কের পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাতারের বিডিও থেকে শুরু করে জেলা পুলিশের আধিকারিকরা ৷ সেই অনুষ্ঠান মঞ্চ থেকে চেক বিতরণের আগে পুজো কমিটিগুলির উদ্দেশ্যে কার্যত হুঁশিয়ারি দিয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন, "যাঁরা পুজোর অনুদান হিসেবে চেক নিচ্ছেন তাঁদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে । আর যদি কারও ছবি টাঙাতে আপত্তি থাকে তাহলে পুজো কমিটি চেক ফেরত দিতে পারে ।"


তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী টাকা দিচ্ছেন। তাঁর ছবি যেন প্রত্যেকটা প্যান্ডেলে টাঙানো থাকে। এই টাকাটা কিন্তু আপনারা মুখ্যমন্ত্রীর কাছ থেকে টাকাটা নিচ্ছেন। এটা সরকারের টাকা। আর মুখ্যমন্ত্রী সরকারের লোক। তিনি দলের হতে পারেন, তবে টাকাটা আপনারা নিচ্ছেন । কিন্তু অনেকেই মুখ্যমন্ত্রীর ছবি টাঙাচ্ছেন না। এটা খুব বাজে জিনিস । তাহলে আপনারা টাকাটা নেবেন না। যাঁদের মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে অসুবিধা আছে তাঁদের টাকাটা না নেওয়াই ভালো । কারণ অনেক ক্লাব তো টাকা নিচ্ছে না। তাই আপনারাও যদি মনে করেন মুখ্যমন্ত্রীর ছবি টাঙানো যাবে না তাহলে টাকা নেবেন না । এটা আমার অনুরোধ আপনাদের কাছে ।"

তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য (ইটিভি ভারত)

রাত দখলের নামে মদের দোকানে মেয়েরা, বেফাঁস মন্ত্রী স্বপন দেবনাথ

এই বিষয়ে বিজেপির জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক দেবজ্যোতি সিংহ রায় বলেন, "ভাতারের তৃণমূল বিধায়ক প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছেন যাঁরা অনুদান নেবেন তাঁদের পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি টাঙাতে হবে। না হলে অনুদান নেওয়ার দরকার নেই। বিধায়ক হয়তো ভুলে গিয়েছেন এই অনুদান বিধায়ক কিংবা মুখ্যমন্ত্রীর পকেট থেকে দেওয়া হচ্ছে না । এটা সাধারণ মানুষের করের টাকা কেটে সাধারণ মানুষকেই দেওয়া হচ্ছে । উনি এমনিতেই আজেবাজে মন্তব্য করে থাকেন। রাজ্যজুড়ে আজ এই ধরনের প্রচ্ছন্ন হুমকি বা থ্রেট কালচার চলছে । সরকারি মঞ্চ থেকে পুজো উদ্যোক্তাদের হুমকি দিয়ে বিধায়ক প্রমাণ করে দিলেন আজ রাজ্য কোন জায়গায় দাঁড়িয়ে ।"

Last Updated : Sep 30, 2024, 11:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.