ETV Bharat / technology

2027-এ লঞ্চ হতে পারে চন্দ্রযান-4 ও গগণযান: জিতেন্দ্র সিং - CHANDRAYAAN 4 TO LAUNCH IN 2027

মহাকাশ এবং গভীর-সমুদ্র অনুসন্ধানকে আরও একধাপ এগিয়ে দিতে 2026 সালে শুরু হতে চলেছে গগণযান এবং সমুদ্রযান মিশন ৷ 2027 সালে শুরু চন্দ্রযান-4 মিশন শুরু ৷

Etv Bharat
ভারত মহাকাশ ও গভীর সমুদ্র অনুসন্ধান মিশনের উৎক্ষেপণের সময়সূচি ঘোষণা করেছে (ইটিভি)
author img

By ETV Bharat Tech Team

Published : Feb 6, 2025, 4:42 PM IST

হায়দরাবাদ: দেশের মহাকাশ গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তিনটি অভিযানের সময়সূচি উল্লেখ করল কেন্দ্র সরকার ৷ এই অভিযানের মধ্যে রয়েছে গগণযান, সমুদ্রযান এবং চন্দ্রযান-4। পিটিআই-এর এক সাক্ষাৎকারে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং প্রকাশ উল্লেখ করেছেন, গগণযান এবং সমুদ্রযান উভয় অভিযানই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী বছর অর্থাৎ 2026 সালে উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান-4 অভিযান 2027 সালে উৎক্ষেপণ করা হবে ।

মিশন চন্দ্রযান-4! চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ ও শুক্র অভিযান - CHANDRAYAAN 4

চন্দ্রযান-4 মিশনের উদ্দেশ্য হল চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা ৷ এই প্রসঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "এই মিশনে কমপক্ষে দু’টি পৃথক ভারী-লিফট LVM-3 রকেট উৎক্ষেপণ করা হবে। যেগুলি মিশনের পাঁচটি ভিন্ন উপাদান বহন করবে ৷ নির্দিষ্ট কক্ষপথে পৌঁছনর পর তারা একত্রিত হবে ।

চন্দ্রযান-4 মিশনের উদ্দেশ্য

চন্দ্রযান-4 মিশনটি হবে ভারতের চাঁদে চতুর্থ মিশন। প্রথম দু’টি মিশন অরবিটার প্ল্যাটফর্ম থেকে চাঁদের পৃষ্ঠ, উপ-পৃষ্ঠ এবং বহিঃমণ্ডলে নমুনা সংগ্রহ হয়েছিল । চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রাভিযান সফট-অবতরণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই ৷ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অভিযান প্রাধান লক্ষ্য বিজ্ঞানীদের । দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রের ভূমি কম্পন রেকর্ড করা হয়েছে এই অভিযানে ।

রহস্যে মোড়া 160 কিমি প্রশস্ত গর্তের সন্ধান প্রজ্ঞান রোভারের ক্যামেরায় - Chandrayaan program

চন্দ্রযান-4 মিশন ভারতের চন্দ্র অভিযানে নজির সৃষ্টি করবে ৷ এই অভিযানের লক্ষ্য হলো নিরাপদে চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা । আমেরিকার অ্যাপোলো মিশন এবং রাশিয়ার লুনা মিশনে সংগ্রহ করা নমুনাগুলি একটি নির্দিষ্ট এলাকার ছিল ৷ এবার বিজ্ঞানীদের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে এই মিশনে ৷

গগণযান মিশন

ভারতের গগনযান মিশনের লক্ষ্য হল ভারতীয় নভোচারীদের একটি বিশেষভাবে পরিকল্পিত মহাকাশযানে নিম্ন-পৃথিবী কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনা । কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নিশ্চিত করেছেন যে মিশনটি পরের বছর শুরু হবে ৷ গগণযান প্রথম মানববিহীন মিশন ৷ যেটি পরের বছরই হবে ৷

তিনি আরও উল্লেখ করেন, 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ISRO ৷ এরপর 1993 সালে প্রথম লঞ্চ প্যাড স্থাপন করতে দুই দশকেরও বেশি সময় লেগেছিল ৷ 2004 সালে দ্বিতীয়টি তৈরি হয়েছিল । তবে, গত দশকে ভারতের মহাকাশ গবেষণা উল্লেখজনক ভাবে এগিয়েছে ৷ কাঠামোর উন্নতির পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । ভারী রকেটের লঞ্চের জন্য তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করছে ৷

সমুদ্রযান অভিযান

2026 সালে ভারত সমুদ্রযান শুরু করবে ৷ জিতেন্দ্র সিং বলেন, "এই অভিযানে সমুদ্রতল অনুসন্ধানের জন্য গভীর সমুদ্রে 6 হাজার মিটার গভীরতায় একটি ডুবোজাহাজে তিনজন বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হবে।"খনিজ, বিরল ধাতু এবং অনাবিষ্কৃত সামুদ্রিক জীববৈচিত্র্য-সহ বিশাল সম্পদের উন্মোচন করতে এই অভিযান ৷

জওহরলাল নেহরু প্ল্যানেটরিয়ামে গেলে দেখা যাবে সূর্য যান 'আদিত্য-এল 1' - National Space Day Celebration

হায়দরাবাদ: দেশের মহাকাশ গবেষণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে তিনটি অভিযানের সময়সূচি উল্লেখ করল কেন্দ্র সরকার ৷ এই অভিযানের মধ্যে রয়েছে গগণযান, সমুদ্রযান এবং চন্দ্রযান-4। পিটিআই-এর এক সাক্ষাৎকারে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং প্রকাশ উল্লেখ করেছেন, গগণযান এবং সমুদ্রযান উভয় অভিযানই পূর্ব নির্ধারিত সময়সূচি অনুসারে আগামী বছর অর্থাৎ 2026 সালে উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান-4 অভিযান 2027 সালে উৎক্ষেপণ করা হবে ।

মিশন চন্দ্রযান-4! চাঁদের মাটি থেকে নমুনা সংগ্রহ ও শুক্র অভিযান - CHANDRAYAAN 4

চন্দ্রযান-4 মিশনের উদ্দেশ্য হল চাঁদের পৃষ্ঠ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা ৷ এই প্রসঙ্গেই বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, "এই মিশনে কমপক্ষে দু’টি পৃথক ভারী-লিফট LVM-3 রকেট উৎক্ষেপণ করা হবে। যেগুলি মিশনের পাঁচটি ভিন্ন উপাদান বহন করবে ৷ নির্দিষ্ট কক্ষপথে পৌঁছনর পর তারা একত্রিত হবে ।

চন্দ্রযান-4 মিশনের উদ্দেশ্য

চন্দ্রযান-4 মিশনটি হবে ভারতের চাঁদে চতুর্থ মিশন। প্রথম দু’টি মিশন অরবিটার প্ল্যাটফর্ম থেকে চাঁদের পৃষ্ঠ, উপ-পৃষ্ঠ এবং বহিঃমণ্ডলে নমুনা সংগ্রহ হয়েছিল । চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রাভিযান সফট-অবতরণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই ৷ চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে অভিযান প্রাধান লক্ষ্য বিজ্ঞানীদের । দক্ষিণ মেরু অঞ্চলে চন্দ্রের ভূমি কম্পন রেকর্ড করা হয়েছে এই অভিযানে ।

রহস্যে মোড়া 160 কিমি প্রশস্ত গর্তের সন্ধান প্রজ্ঞান রোভারের ক্যামেরায় - Chandrayaan program

চন্দ্রযান-4 মিশন ভারতের চন্দ্র অভিযানে নজির সৃষ্টি করবে ৷ এই অভিযানের লক্ষ্য হলো নিরাপদে চন্দ্রপৃষ্ঠের নমুনা সংগ্রহ করে পৃথিবীতে ফিরিয়ে আনা । আমেরিকার অ্যাপোলো মিশন এবং রাশিয়ার লুনা মিশনে সংগ্রহ করা নমুনাগুলি একটি নির্দিষ্ট এলাকার ছিল ৷ এবার বিজ্ঞানীদের লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু ৷ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হবে এই মিশনে ৷

গগণযান মিশন

ভারতের গগনযান মিশনের লক্ষ্য হল ভারতীয় নভোচারীদের একটি বিশেষভাবে পরিকল্পিত মহাকাশযানে নিম্ন-পৃথিবী কক্ষপথে পাঠানো এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনা । কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং নিশ্চিত করেছেন যে মিশনটি পরের বছর শুরু হবে ৷ গগণযান প্রথম মানববিহীন মিশন ৷ যেটি পরের বছরই হবে ৷

তিনি আরও উল্লেখ করেন, 1969 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ISRO ৷ এরপর 1993 সালে প্রথম লঞ্চ প্যাড স্থাপন করতে দুই দশকেরও বেশি সময় লেগেছিল ৷ 2004 সালে দ্বিতীয়টি তৈরি হয়েছিল । তবে, গত দশকে ভারতের মহাকাশ গবেষণা উল্লেখজনক ভাবে এগিয়েছে ৷ কাঠামোর উন্নতির পাশাপাশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে । ভারী রকেটের লঞ্চের জন্য তৃতীয় লঞ্চ প্যাড তৈরি করছে ৷

সমুদ্রযান অভিযান

2026 সালে ভারত সমুদ্রযান শুরু করবে ৷ জিতেন্দ্র সিং বলেন, "এই অভিযানে সমুদ্রতল অনুসন্ধানের জন্য গভীর সমুদ্রে 6 হাজার মিটার গভীরতায় একটি ডুবোজাহাজে তিনজন বিজ্ঞানীকে নিয়ে যাওয়া হবে।"খনিজ, বিরল ধাতু এবং অনাবিষ্কৃত সামুদ্রিক জীববৈচিত্র্য-সহ বিশাল সম্পদের উন্মোচন করতে এই অভিযান ৷

জওহরলাল নেহরু প্ল্যানেটরিয়ামে গেলে দেখা যাবে সূর্য যান 'আদিত্য-এল 1' - National Space Day Celebration

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.