কলকাতা, 6 ফেব্রুয়ারি: দু'দিনের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন শেষে রাজ্যে বিনিয়োগের প্রস্তাব এল 4 লক্ষ 40 হাজার 595 কোটি টাকার । এদিন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে বাণিজ্য সম্মেলনের সমাপ্তি অনুষ্ঠানে সামগ্রিকভাবে এই বিনিয়োগের অঙ্কই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর মতে, প্রথম দিন মুকেশ আম্বানির ঘোষণা মতো রাজ্যে মোট এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ এবং জিন্দালদের ঘোষণার পর কোনও সন্দেহ নেই যে, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সম্পূর্ণভাবে সফল ।
212টি মউ এবং একাধিক বিনিয়োগ প্রস্তাবের পাশাপাশি এই বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে আগামীতে আরও বিপুল বিনিয়োগের ক্ষেত্র তৈরি হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী ৷ গত বছর শিল্প সম্মেলনে 3 লক্ষ 76 হাজার কোটি টাকার বিনিয়োগ এসেছিল । সেটাই এবার বেড়ে হল চার লক্ষ চল্লিশ হাজার কোটি । এর উপর ভিত্তি করেই মুখ্যমন্ত্রী দাবি করেছেন, বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের অষ্টম সংস্করণ সফল ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/23488015_mama_aspera.jpg)
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর বাংলাকে আরও শিল্পবান্ধব করে তোলার বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এদিন এই মঞ্চ থেকে সে কথাও আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী । সেই সঙ্গে বাংলাকে শিল্পবান্ধব রূপ দিতে রাজ্য যে পদক্ষেপ করেছে তাও তুলে ধরেন তিনি । এদিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করেন, শিল্পক্ষেত্রে বিপুল বিনিয়োগ ও কর্মসংস্থানই তাঁর সরকারের মূল লক্ষ্য । আর সেই জায়গা থেকেই এবার অভাবনীয় সাফল্য এসেছে বলে মত তাঁর ।
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/_06022025174741_0602f_1738844261_953.jpg)
এদিন বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকেই যে গুরুত্বপূর্ণ মউ চুক্তিগুলি হল তার মধ্যে রয়েছে পর্যটন দফতরের সঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্স এবং আইটিসি-র মউ চুক্তি । এদিন একইসঙ্গে মউ চুক্তি হয়েছে রাজ্যের উচ্চশিক্ষা দফতর এবং ব্রিটিশ কাউন্সিলের ৷ এছাড়া উচ্চশিক্ষা দফতরের সঙ্গে মাইক্রোসফটেরও মউ চুক্তি হয়েছে ।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, "শিল্প সম্মেলনের প্রথম দিনে আমি সন্তুষ্ট । কারণ মুকেশ আম্বানি, সজ্জন জিন্দালরা বিনিয়োগের যে ঘোষণা করেছেন, তাতে নতুন করে আমার বলার কিছু নেই । বাংলা এখন বাণিজ্যের গন্তব্য । শিল্পপতিরা সকলেই বলেছেন, এবারের শিল্প সম্মেলন সবদিক থেকেই ইউনিক এবং অনেক বড় মাপের হয়েছে । তবে সবমিলিয়ে কত টাকার বিনিয়োগ প্রস্তাব বা আরও কী কী এল সেটা এক্ষুণি বলতে পারব না ৷ কারণ, বৃহস্পতিবার বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে বিটুবি এবং বিটুজি কর্মসূচি রয়েছে ।"
![ETV BHARAT](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06-02-2025/23488015_mama1_aspera.jpg)
তিনি এদিন আরও বলেন, "একজন প্রতিনিধি এখানে এসেছেন ৷ তাঁকে আমি অনুরোধ করেছি, এখান থেকে সরাসরি লন্ডনের উড়ান চালু করতে । একটা সময় এই উড়ান ছিল । জার্মানিকেও বললাম এখান থেকে উড়ান চালাতে । লুফৎহানসা তো চলত আমার আসার আগে ।" এদিন এই বিশ্ববঙ্গ সম্মেলন থেকে পরবর্তী বিশ্ববঙ্গ সম্মেলনের প্রস্তুতিও শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, এই মুহূর্তে বিনিয়োগের জন্য সবথেকে শক্তিশালী জায়গা হল বাংলাই ।