মালদা, 6 ফেব্রুয়ারি: ভুট্টার জমিতে হঠাৎ বোমা বিস্ফোরণে গুরুতর আহত দুই নাবালক ৷ তার মধ্যে একজনের হাত ভীষণ ক্ষতিগ্রস্ত ৷ বৃহস্পতিবার দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের চাঁদমণি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের হলদিবাড়ি গ্রামে ৷
দুই নাবালককে প্রথমে স্থানীয় রতুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান এলাকার মানুষজন ৷ পরিস্থিতি বুঝে সেখানকার চিকিৎসকরা দু'জনকেই মালদা মেডিক্যালে রেফার করেন ৷ আহত দুই নাবালকের শারীরিক পরিস্থিতির খোঁজখবর নিয়ে মেডিক্যালে যান মন্ত্রী তাজমুল হোসেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে রতুয়া থানার পুলিশ ৷ কে বা কারা ওই ক্ষেতে বোমা মজুত করে রেখেছিল তা জানতে শুরু হয়েছে পুলিশি তদন্ত ৷
আহত দুই নাবালকের নাম সামির আখতার ও মহম্মদ ইমতিয়াজ ৷ সামিরের বয়স 13 বছর ৷ ইমতিয়াজের 9 ৷ এলাকার মানুষ জানান, এদিন দুপুরে বাড়ি থেকে 500 মিটার দূরে একটি ভুট্টার জমিতে ঘাস কাটতে গিয়েছিল সামির-ইমতিয়াজ ৷ তারা ঘাস কাটতে শুরু করার কিছুক্ষণ পরেই জোরালো বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে ৷ বিকট শব্দ শোনা যায় ৷ স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান ৷ তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে দুই নাবালক ৷ তাঁরাই তড়িঘড়ি দু'জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷
সামিরের এক দাদু মহম্মদ ওহাব আলির কথায়, "আমার বাড়ি বলদিয়াপুকুর ৷ ঘটনার সময় আমি ছিলাম না ৷ কাজ করছিলাম ৷ ছেলেরা মাঠে ঘাস কাটতে গিয়েছিল ৷ ওই জমিতেই বোমা পড়ে ছিল ৷ বাচ্চারা সেটা সম্ভবত হাতে নিয়ে খেলছিল ৷ তখনই বিস্ফোরণ ঘটে ৷ সামিরের হাত উড়ে গিয়েছে ৷ ওর শরীরের অনেক জায়গায় বোমার আঘাত লেগেছে ৷ ওকে মালদা মেডিক্যালে রেফার করে দিয়েছেন রতুয়া হাসপাতালের চিকিৎসকরা ৷"
ইমতিয়াজের মা সাবিনা খাতুনের বক্তব্য, "ছেলে বাড়ি থেকে কিছুটা দূরে একটি জমিতে ঘাস কাটতে গিয়েছিল ৷ সেখানে কোনওভাবে বোমা ফেটে যায় ৷ ওর হাতে-পায়ে বোমার আঘাত লেগেছে ৷ পরিস্থিতি গুরুতর হওয়ায় রতুয়া হাসপাতাল থেকে মালদায় রেফার করে দেওয়া হয়েছে ৷ কে বা কারা ওখানে বোমা রেখেছে, তা আমরা জানি না ৷ দুষ্কৃতীদের খুঁজে বের করুক পুলিশ ৷"
আহত দুই নাবালককে দেখে মেডিক্যাল থেকে বেরনোর সময় মন্ত্রী তাজমুল হোসেন বলেন, "বাচ্চা দুটো ঘাস কাটতে গিয়েছিল ৷ সেখানে তারা বোমা ফেটে আহত হয় ৷ আমি দু'জনকে দেখে এলাম ৷ বর্তমানে তারা সুস্থ আছে ৷ চিন্তার কিছু নেই ৷ পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়েছে ৷ তারা বিষয়টি দেখছে ৷ যারা ওই জমিতে বোমা মজুত করেছিল তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি ৷"