মাদ্রিদ, 30 সেপ্টেম্বর: রবিবাসরীয় মাদ্রিদ ডার্বিতে অশান্তির জের ৷ ঘটনার তদন্তে নেমে এক অনুরাগীকে চিহ্নিত করল অ্য়াটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ ৷ কেবল চিহ্নিত করাই নয়, সংশ্লিষ্ট অনুরাগীর ওয়ান্ডা মেট্রোপলিটানোয় প্রবেশের উপরে আজীবন নিষেধাজ্ঞা জারি করল ক্লাব কর্তৃপক্ষ ৷
গ্যালারিতে দর্শক অশান্তির জেরে রবিবার প্রায় 20 মিনিট বন্ধ থাকে মাদ্রিদ ডার্বি ৷ রবিবার ঘরের মাঠে অ্য়াটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদের ৷ ঘটনার সূত্রপাত ম্য়াচের দ্বিতীয়ার্ধে রিয়াল মাদ্রিদের গোলের পর ৷ 64 মিনিটে এদের মিলিতাও 'লস ব্ল্যাঙ্কোস' ব্রিগেডকে এগিয়ে দিলে অ্যাটলেটিকো গ্য়ালারির সামনে উচ্ছ্বাস প্রকাশ করেন রিয়াল গোলরক্ষক থিবো কুর্তোয়া ৷ তাঁদের গ্য়ালারির সামনে কুর্তোয়ার সেলিব্রেশেন ভালো চোখে নেয়নি অ্য়াটলেটিকো সমর্থকেরা ৷
এরপর রিয়াল গোলরক্ষককে লক্ষ্য় করে গ্য়ালারি থেকে উড়ে আসতে থাকে বিভিন্ন জিনিস ৷ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে গ্য়ালারি ৷ অশান্ত পরিস্থিতি আঁচ করে প্রায় 20 মিনিট বন্ধ রাখতে হয় ম্য়াচ ৷ অ্য়াটলেটিকো ফুটবলাররা এসে অশান্ত গ্যালারিকে শান্ত করার চেষ্টা করেন ৷ ম্যাচের পর প্রতিপক্ষ ফুটবলারের উপর আক্রমণের ঘটনার তদন্তে নামে অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষ ৷ এক বিবৃতিতে তাঁরা জানায়, ঘটনার পর থেকে পুলিশের সহযোগিতায় ক্লাবের নিরাপত্তা বিষয়ক কমিটি ঘটনার তদন্ত শুরু করেছে ৷ ইতিমধ্যে একজনকে চিহ্নিত করেছে পুলিশ ৷ তাঁকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Atlético de Madrid wishes to express its rejection of the throwing of objects that took place from a section of the south stand in the 68th minute of the match vs Real Madrid. The club's Security Department has been working with the police to locate those involved, one of whom… pic.twitter.com/bqFaRfoWhe
— Atlético de Madrid (@atletienglish) September 29, 2024
ঘটনার নিন্দা করে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছে লা লিগ কর্তৃপক্ষও ৷ ঝামেলার সঙ্গে জড়িত বাকিদেরও চিহ্নিত করে শাস্তি দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ ৷ পিছিয়ে পড়েও যদিও রবিবার মাদ্রিদ ডার্বি শেষ পর্যন্ত ড্র রেখে মাঠ ছাড়ে অ্য়াটলেটিকো ৷ অ্য়াঞ্জেল কোরেয়ার সংযুক্তি সময়ের গোলে ম্য়াচে সমতা ফেরায় আয়োজকরা ৷