ETV Bharat / state

মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম : মমতা - narendra modi

মমতা
author img

By

Published : May 25, 2019, 5:30 PM IST

Updated : May 25, 2019, 6:02 PM IST

2019-05-25 17:59:43

সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়েছে BJP, আমাদের 4 শতাংশ ভোট বেড়েছে : মমতা

মমতা বলেন, "আমার কবিতা একদিন ইতিহাস হয়ে থাকবে ।"

2019-05-25 17:59:32

বাংলায় NRC ঢুকতে দেব না । ফের একবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ।

2019-05-25 17:58:02

নির্বাচন কমিশনকে আক্রমণ করে মমতা বলেন, "মেরুকরণ BJP-র চিরকাল ছিল । এবার নির্বাচন কমিশন ওপেন গেম খেলেছে । ম্যান অফ দা ম্যাচ তো নির্বাচন কমিশনই । "

2019-05-25 17:57:38

চাকদার ঘটনা প্রসঙ্গে বলেন, "সেখানে তো BJP জিতেছে । ওটা পারিবারিক না সাম্প্রদায়িক কি দেখুন ।" আমাকে তো 5 মাস ধরে পুলিশ রিপোর্ট দেয় না । নির্বাচন কমিশনে দেয় ।

2019-05-25 17:56:04

মমতা বলেন, "সরকার ফেলবে ? এত সস্তা ? বিধায়ক কিনবে ? পারবে না । BJP যা ইচ্ছা করে যাচ্ছে । আগামীদিনে 40টি বিধায়ক কিনেও লাভ হবে না । BJP এত ক্ষুধার্ত কেন ?"

2019-05-25 17:54:26

ভাটপাড়া ইশুতে বলেন, "এতদিন ধরে দাঙ্গা করছে । আমি তো বুঝতেই পারছি না । আমার হাতে নিয়ন্ত্রণ ছিল না ।"

2019-05-25 17:43:33

বেশ কয়েকটি জেলায় সাংগঠনিক পদে পরিবর্তন করা হয়েছে । জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ।

2019-05-25 17:38:51

ইফতারে যাওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, "আমি মুসলিমদের তোষণ করি । ইফতারে হাজার বার যাব । যে গোরু দুধ দেয় তার লাথ খাওয়া ভালো ।"

2019-05-25 17:38:12

  • West Bengal CM Mamata Banerjee: I told at the beginning of the meeting that I don't want to continue as the Chief Minister. pic.twitter.com/KZvH9oyTec

    — ANI (@ANI) May 25, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মমতা ব্যানার্জি বলেন, "আমি মুখ্যমন্ত্রী পদ ছাড়তে চেয়েছিলাম । আমি দলের বৈঠকে বলেছিলাম । তৃণমূল সুপ্রিমো হিসেবে থাকতে চাই । কিন্তু, কেউ মানল না । শুধু দলীয় সুপ্রিমো হিসেবে কাজ করতে চেয়েছিলাম । চেয়ারের কথা আমি ভাবি না । দলের কাজ করতে চেয়েছিলাম । দলের আমাকে প্রয়োজন আছে । এত রাজ্যে কংগ্রেস শূন্য কী করে হল ? আমি তো অনেক আসনে পোস্টাল ব্যালটে হেরেছি । তাতেও তো ওরা সংখ্যাগরিষ্ঠতা পায়নি । রাজীব গান্ধি বিশাল ব্যবধানে জিতেছিলেন । কেউ প্রশ্ন তোলেনি । অটলজিও জিতেছিলেন । কেউ প্রশ্ন তোলেনি । এত ভোটে জিতেছে তা নিয়ে সন্দেহ আছে । বিদেশেরও হাত আছে এসবের পিছনে । আমি এসব কিছু আর বলব না । একা হয়ে যেতে রাজি আছি । কিন্তু, অপ্রিয় সত্যি কথা বলব । দলকে ভালোবাসি । তাই, চেয়ার ছাড়তে চেয়েছিলাম । একটা শর্তেই মুখ্যমন্ত্রী থাকতে পারি, যদি সবাই একসাথে হয় প্রতিবাদ করতে পারে । 4 শতাংশ ভোট বেড়েছে আমাদের । তবে, আগেও বলেছিলাম, বাম-রাম একসঙ্গে হয়েছে ।"

2019-05-25 17:37:04

BJP-কে আক্রমণ করে বলেন, "ওরা 200 পার্টি অফিস দখল করেছে । সোমবারের মধ্যে উদ্ধার করতে হবে । টার্গেট দিয়েছি ।"

2019-05-25 17:23:26

কলকাতা, 25 মে : 23 মে নির্বাচনের রেজ়াল্ট বেরিয়েছে । রাজ্যে পদ্ম ফুটিয়েছে BJP । তৃণমূলের আসন কমে এসেছে 18-য় । ফলাফল পর্যালোচনার জন্য আজ বৈঠক ডাকেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । পরে সাংবাদিক বৈঠক করেন তিনি ।

মমতা বলেন, "আমি সবাইকে সময় দিতে পারিনি । যারা জিতেছেন তাদের আগে এলাকায় যাওয়া উচিত । আমি খুব দুঃখিত । 5 মাস ধরে কোনও কাজ করতে পারিনি । এরকম জীবনে দেখিনি । কোনও কাজ করতে গেলেই বলছে, সব নির্বাচন কমিশনের অধীনে । আমাদের 4 শতাংশ ভোট বেড়েছে । আসন হয়তো কমেছে । ওরা সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে জিতেছে । এভরিথিং ইজ় ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার । ওরা এসব করে জিতেছে । নির্বাচন কমিশন ওদের হয়ে কাজ করেছে । আমি তো অবাক হয়ে যাচ্ছি ওরা 23টি আসন কেন পেল না ? মোদিজিকে অভিনন্দন । উনি তো বলেছিলেন, 23টি আসন পেয়ে গেছে । পুরোপুরি হিন্দু-মুসলমান করা হয়েছে । ওদের অভিনন্দন জানিয়ে বলছি, এই থিওরি মানি না । ভোট ভাগাভাগি মানি না । এত অহংকার ভালো নয় । এই নির্বাচনে এত টাকা খরচ করেছে BJP, যেকোনও কেলেঙ্কারিকে হার মানিয়ে দেবে ।"

মমতা আরও বলেন, "রাজনীতির স্বার্থে ধর্মকে বেচে দেওয়া হয়েছে । অনেক অভিযোগ দেওয়া হয়েছে । কিছুই হল না । মিডিয়া কন্ট্রোল, নির্বাচন কমিশন কন্ট্রোল, গোটা প্রসেসটাই কন্ট্রোল হয়েছে । এখন তো পাকিস্তানকেও আমন্ত্রণ জানিয়েছে । তাহলে সবাইকে পাকিস্তানি বলা কেন ? আজ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন কেন ? এগুলোর তো একটা নীতি থাকা উচিত ।"
 


Amritsar (Punjab), May 25 (ANI): School students paid their tributes to Surat fire tragedy victims in Punjab's Amritsar. Fire, that broke out at a coaching centre in Gujrat's Surat, lead to the loss of many young lives. At least 20 people died in the deadly incident.
Last Updated : May 25, 2019, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.