ETV Bharat / sports

Nita Ambani Stands With MI : পরপর 4 ম্যাচে হার, রোহিতদের মনোবল বাড়াতে পাশে থাকার বার্তা নীতা আম্বানির - Nita Ambani Stands With MI Team After Losing Four Consecutive Match in IPL 2022

পরপর চার ম্যাচ হেরে লিগ টেবিলে 9 নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ এই পরিস্থিতিতে দলের ক্রিকেটারদের মনোবল বাড়াতে তাঁদের পাশে দাঁড়ালেন মুম্বই ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি (Nita Ambani Sends A Message for Mumbai Indians) ৷ দলের প্রতিটি ক্রিকেটারকে নিজের এবং সতীর্থদের প্রতি আস্থা রাখতে বললেন তিনি ৷

Nita Ambani Stands With MI Team After Losing Four Consecutive Match in IPL 2022
Nita Ambani Stands With MI Team After Losing Four Consecutive Match in IPL 2022
author img

By

Published : Apr 11, 2022, 11:40 AM IST

মুম্বই, 11 এপ্রিল : আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে সফল দল ৷ কিন্তু, 2022’র আইপিএল-এ পরপর চার ম্যাচ হেরে কোণঠাসা রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স ৷ ব্যাটে, বলে এমনকি ফিল্ডিংয়েও বীভৎস দেখাচ্ছে পাঁচবারের খেতাব জয়ীদের ৷ এই পরিস্থিতিতে দলের পাশে দাঁড়ালেন এই ফ্র্যাঞ্চাইজির মালকিন নীতা আম্বানি (Nita Ambani Sends A Message for Mumbai Indians) ৷ একজোট হয়ে একে অপরের পাশে থাকার বার্তা দিয়েছেন নীতা ৷ আর দলের সবার প্রতি তাঁর ভরসা এবং বিশ্বাস রয়েছে বলে জানিয়েছেন মুকেশ-জায়া (Nita Ambani Stands With MI Team After Losing Four Consecutive Match in IPL 2022) ৷

নীতা আম্বানি তাঁর বার্তায় জানিয়েছেন, ‘‘আপনাদের সবার প্রতি আমার ভরসা এবং বিশ্বাস আছে এবং আমি নিশ্চিত আমরা এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসব ৷ এখনও আমরা শুধু সামনে তাকাব এবং এগিয়ে যাব ৷ আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে, আমরা এই পরিস্থিতিটাকে জয় করতে পারব ৷’’

তবে, এবারেই প্রথম নয় 2014 সালে প্রথম 5 ম্যাচ হেরেও, দুর্দান্তভাবে ফিরে এসেছিল মুম্বই ইন্ডিয়ান্স ৷ এমনকি প্রথম চারে জায়গা করে নিয়েছিলেন রোহিতরা ৷ আর 2015 সালে প্রথম 4 ম্যাচ হারের পরও চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্ট শেষ করেছিল মুম্বইয়ের এই ফ্র্যাঞ্চাইজি ৷ এ বারেও তেমন কিছু আশা করছেন মুম্বইয়ের সমর্থকরা ৷ আর সেই আত্মবিশ্বাসের সঙ্গেও দলের ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফদের উদ্দেশ্যে নিতা আম্বানির বার্তা, ‘‘চোয়াল শক্ত করে দারুণভাবে প্রত্যাবর্তন কর ৷’’

আরও পড়ুন : TATA IPL 2022 : ব্যর্থ সমস্ত ইউনিট, আইপিএলে এখনও আঁধারে সবথেকে ধারাবাহিক দুই দল

তিনি বলেন, ‘‘এর আগে বহুবার আমরা এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি ৷ তবে, আমরা এগিয়ে গিয়েছি এবং কাপ জিতেছি ৷ তাই আমি বিশ্বাস করি যে, আপনারা সবাই একে অপরের সঙ্গে থাকবেন ৷ যদি আপনারা একে অপরের পাশে দাঁড়ান, তাহলে এই পরিস্থিতিকে আমরা জয় করতে পারব ৷ আপনাদের সঙ্গে দেখা হবে ৷ ততদিন আপনারা যা করতে চান, তাতে আমার সম্পূর্ণ সমর্থন আছে ৷ দয়া করে একে অপরের প্রতি আস্থা রাখুন, নিজের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস করে যান ৷ আর মুম্বই ইন্ডিয়ান্স সবসময় আপনাদের সমর্থনে রয়েছে ৷’’

আরও পড়ুন : TATA IPL 2022 : 4 উইকেটে উপেক্ষার জবাব কুলদীপের, দিল্লির কাছে অন্ধকারে ডুবল নাইটরা

এখন দেখার পঞ্জাব কিংসের বিরুদ্ধে পরের ম্যাচে নীতা আম্বানির এই বার্তা মুম্বই ইন্ডিয়ান্সকে কতটা উজ্জীবিত করতে পারে ৷ 13 এপ্রিল পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী ম্যাচ রয়েছে ৷ সেখানে রোহিত শর্মা, জসপ্রীত বুমরার মুম্বই ইন্ডিয়ান্স দাপটের সঙ্গে ফিরে আসতে চাইবে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.