ETV Bharat / bharat

পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, দাবি কুস্তি সংগঠনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণের - BRIJ BHUSHAN SHARAN SINGH

মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ব্রিজভূষণের বিরুদ্ধে ৷ তিনি ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি পদে বহাল ছিলেন ৷ পরে সেই পদ থেকে ইস্তফা দেন ।

Brij Bhushan Singh
ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 8:40 PM IST

গোন্ডা(মধ্যপ্রদেশ), 5 জানুয়ারি: ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি হিসেবে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল । শনিরার এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং ৷

এ দিন তিনি কর্নেলগঞ্জ বিধানসভা কেন্দ্রের আটা পরসাপুরের মহাকবি তুলসীদাস মহাবিদ্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ সেখানে দাঁড়িয়ে ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি বলেন, "মিথ্যার শহরে আমি সত্য কথা বলেছি । এটা লবণের শহর ৷ সেই শহরে এসে আমি আমার ক্ষতগুলো খুলে দিয়েছি । এতে যদিও আমার কিছু যায় আসে না ৷ কারণ আমার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে ৷ আনন্দের সঙ্গে চলছে । তবে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল ৷"

ব্রিজভূষণ শরণ সিংয়ের দাবি, জনগণ চাননি যে তিনি ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করুন । তিনি বলেন, "আমি প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা ব্যায়াম করি তাও আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল । ঠিক আছে, এটা ঈশ্বরের ইচ্ছা ৷ এটা কোনও ব্যাপার না । রাম যা চাইবে তাই হবে । তবে আমি বলেছিলাম যে আরও মানুষের সেবা করতে চাই । অবসরের পর আরও সক্রিয় হব আমি । আপনি নিশ্চয়ই দেখেছেন যে, পদত্যাগের পরও আমি বসে নেই ৷ আমি এমন সহকর্মীদের সর্বদা আমার সঙ্গে রাখি যাতে তাদের কারণেই আমরা আপনাদের সেবা করতে পারি ।"

2012 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি খেলাধুলা সম্পর্কে অবহিত এবং আবেগপ্রবণ ছিলেন ৷ তিনি ম্যাচের সময় রেফারি, কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে তাঁর মনের কথা ভাগ করে নিতেন । উল্লেখ্য, 2021 সালে ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ যেখানে রাঁচিতে একজন তরুণ কুস্তিগীরকে চড় মারতে দেখা যায় তাঁকে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ওই কুস্তিগীরকে অতিরিক্ত বয়সি হিসাবে বিবেচনা করা হয়েছিল ৷ তাই তিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে সেই বিষয়ে সাহায্য চেয়েছিলেন বলে শোনা যায় ৷

গোন্ডা(মধ্যপ্রদেশ), 5 জানুয়ারি: ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি হিসেবে তাঁকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল । শনিরার এমনই বিস্ফোরক দাবি করলেন বিজেপির প্রাক্তন সাংসদ ব্রিজভূষণ শরণ সিং ৷

এ দিন তিনি কর্নেলগঞ্জ বিধানসভা কেন্দ্রের আটা পরসাপুরের মহাকবি তুলসীদাস মহাবিদ্যালয়ে নিজের জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ৷ সেখানে দাঁড়িয়ে ভারতীয় রেসলিং ফেডারেশনের প্রাক্তন সভাপতি বলেন, "মিথ্যার শহরে আমি সত্য কথা বলেছি । এটা লবণের শহর ৷ সেই শহরে এসে আমি আমার ক্ষতগুলো খুলে দিয়েছি । এতে যদিও আমার কিছু যায় আসে না ৷ কারণ আমার জীবনে সবকিছু ঠিকঠাক চলছে ৷ আনন্দের সঙ্গে চলছে । তবে আমাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল ৷"

ব্রিজভূষণ শরণ সিংয়ের দাবি, জনগণ চাননি যে তিনি ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি পদ থেকে পদত্যাগ করুন । তিনি বলেন, "আমি প্রতিদিন এক থেকে দেড় ঘণ্টা ব্যায়াম করি তাও আমাকে পদত্যাগ করতে বাধ্য করেছিল । ঠিক আছে, এটা ঈশ্বরের ইচ্ছা ৷ এটা কোনও ব্যাপার না । রাম যা চাইবে তাই হবে । তবে আমি বলেছিলাম যে আরও মানুষের সেবা করতে চাই । অবসরের পর আরও সক্রিয় হব আমি । আপনি নিশ্চয়ই দেখেছেন যে, পদত্যাগের পরও আমি বসে নেই ৷ আমি এমন সহকর্মীদের সর্বদা আমার সঙ্গে রাখি যাতে তাদের কারণেই আমরা আপনাদের সেবা করতে পারি ।"

2012 থেকে 2023 সাল পর্যন্ত ভারতীয় রেসলিং ফেডারেশনের সভাপতি পদে দায়িত্ব পালন করেছেন ব্রিজভূষণ শরণ সিং ৷ তিনি খেলাধুলা সম্পর্কে অবহিত এবং আবেগপ্রবণ ছিলেন ৷ তিনি ম্যাচের সময় রেফারি, কোচ এবং খেলোয়াড়দের সঙ্গে তাঁর মনের কথা ভাগ করে নিতেন । উল্লেখ্য, 2021 সালে ব্রিজভূষণ শরণ সিংকে নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল ৷ যেখানে রাঁচিতে একজন তরুণ কুস্তিগীরকে চড় মারতে দেখা যায় তাঁকে ৷ যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত । ওই কুস্তিগীরকে অতিরিক্ত বয়সি হিসাবে বিবেচনা করা হয়েছিল ৷ তাই তিনি ব্রিজভূষণ শরণ সিংয়ের কাছে সেই বিষয়ে সাহায্য চেয়েছিলেন বলে শোনা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.