কলকাতা, 5 জানুয়ারি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রকল্প বিশ বাঁও জলে ! শহর কলকাতায় তেমন বাড়ছে না হোমস্টের সংখ্যা ৷ আর এমতাবস্থায় বিভিন্ন মাধ্যমে হোমস্টে নিয়ে ফের প্রচারের পরিকল্পনা করছে কলকাতা পুরনিগম ৷
পর্যটনের ক্ষেত্রে হোমস্টে ব্যবসার উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু উত্তরবঙ্গ বা নির্দিষ্ট কিছু জায়গায় এই ব্যবসা সীমিত না রেখে গোটা রাজ্যের প্রতিটি জেলায় সেটিকে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন তিনি । তবে কলকাতার তার ফল সেরকম দেখা যাচ্ছে না। তথ্য বলছে, বিগত তিন বছরে মাত্র 9টি হোমস্টে হয়েছে শহরের বুকে ।
মুখ্যমন্ত্রীর এই পছন্দের প্রকল্পের এমন দশা নিয়ে চিন্তিত কলকাতা পুরনিগম । তাই সবাইকে জানানোর জন্য ফের এই হোমস্টে নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রচার চালানোর কথা ভাবছে কর্তৃপক্ষ । শহর কলকাতায় বহু লোকজনের আনাগোনা । কেউ কাজের সূত্রে, তো কেউ ঘুরতে আসেন এখানে । আবার কেউ কেউ চিকিৎসার কাজে আসেন ।
কেউ থাকেন হোটেলে, কেউ থাকেন ধর্মশালায় । তবে কাজ কিংবা চিকিৎসা যার জন্যই এসে এখানে থাকতে হোক না কেন, বাড়ির সেই পরিবেশ উপলব্ধি করার অবকাশ থাকে না । সেই উপলব্ধি দিতেই জেলাগুলোর সঙ্গেই সমানভাবে কলকাতাতেও হোমস্টে বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয় ।
জেলার থেকে পিছিয়ে কলকাতা
পর্যটন দফতরের তরফে কলকাতা পুরনিগমে পর্যটন সেলও খোলা হয় । 2021 সালে হোমস্টে ট্যুরিজম নীতিও তৈরি হয় । তারপর প্রচার চালানো হয় সাময়িকভাবে । সেই অনুসারে আবেদনও জমা হয় । কলকাতা লাগোয়া জেলাগুলি যেমন হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতেও ভালো পরিমাণে হোমস্টের সংখ্যা বেড়েছে । কিন্তু কলকাতা তার থেকে অনেক পিছিয়ে ৷
কলকাতা পুরনিগম সূত্রে খবর, এই বছর তিনেক সময় ধরে শহরে হোমস্টে করবেন বলে আবেদন জমা করেছেন 30 জন । 9টি হোমস্টে অনুমোদনের ভিত্তিতে চালু হয়েছে এখনও পর্যন্ত । বেশ কয়েকটি বাতিল হয়েছে । 5টি প্রক্রিয়ার মধ্যে আছে ।
তিন বছরে কেন বাড়েনি হোমস্টের সংখ্যা?
এই নিয়ে কলকাতা পুরনিগমের এক শীর্ষ আধিকারিকের বক্তব্য, "পর্যটন দফতরের কিছু নিয়ম আছে । আমরা আবেদনকারীদের কাছে গিয়ে হোমস্টের জায়গা পরিদর্শন করে সেই সমস্ত মানদণ্ড পূর্ণ হচ্ছে কি না তা খতিয়ে দেখছি ৷ এরপর আমরা হোমস্টের অনুমোদন দিচ্ছি । যাদের অনুমোদন দেওয়া হচ্ছে তাদের পরিকাঠামো আরও উন্নত করতে এক লাখ টাকা করে পর্যটন দফতেরের তরফে আর্থিক অনুদানও দেওয়া হচ্ছে । সেই নিয়মগুলি পূর্ণ না হলে আবেদন বাতিল করা হচ্ছে ।"
পুরনিগমের পর্যটন সেল
তাঁর কথায়, "আমরা পর্যটন দফতরের এই উদ্যোগকে আরও প্রসারিত করতে ফের সার্বিকভাবে বিভিন্ন মাধ্যমে প্রচার করব । হোমস্টের উদ্যোগ নিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই সময় মুখ্যমন্ত্রী জেলাশাসকদের সঙ্গে হোমস্টের সুযোগ সুবিধা এবং নিয়ম ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেন । মুখ্যমন্ত্রীর নির্দেশের কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম মাসিক অধিবেশনেও এই বিষয়টি বহুবার উল্লেখ করে কাউন্সিলরদের অবগত করেছেন । কলকাতার জন্য পুরনিগমে একটি পর্যটন সেলও তৈরি করা হয় ।"
হটেল ও রেস্টুরেন্ট অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি সুদেশকুমার পোদ্দার বলেন, "কলকাতায় উত্তরবঙ্গ বা গ্রামের মতো পর্যটনস্থল সেই অর্থে নেই । অন্যদিকে, পর্যাপ্ত পরিমাণে ছোট হোটেল বা ধর্মশালা এবং লজ একাধিক আছে । শহরের মানুষজন এখন গ্রাম বাংলা বা পাহাড়ে, প্রত্যন্ত এলাকায় গিয়ে সেই এলাকার মানুষজনের হাতের তৈরি খাবার থেকে শুরু করে তাদের জীবনযাপন উপভোগ করতে চান । কিন্তু মুম্বই, দিল্লি অথবা অন্যান্য জায়গা থেকে কলকাতায় যাঁরা আসেন তাঁদের সঙ্গে এখানকার মানুষের জীবনযাপনের খুব একটা তফাৎ বা পার্থক্য থাকে না । তাই এই বিষয়গুলো হোমস্টের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়ায় । তবে আমরা চাই পর্যটনের প্রসার ঘটুক ৷ হোমস্টের সংখ্যা বাড়ুক ।"