ETV Bharat / international

বাংলাদেশের বিচারকদের ভারতে প্রশিক্ষণ, বাতিল অন্তর্বর্তী সরকারের - BANGLADESH CANCELS JUDGES TRAINING

ভারতে এসে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের ৷ বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এল ৷

Bangladesh cancels planned training of judges in India
বাংলাদেশের বিচারকদের ভারতে প্রশিক্ষণ বাতিল (ফাইল চিত্র)
author img

By PTI

Published : Jan 5, 2025, 8:30 PM IST

ঢাকা, 5 জানুয়ারি: ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের ৷ সেই প্রশিক্ষণ বাতিল করল অন্তর্বর্তী সরকার ৷ আইন মন্ত্রকের মুখপাত্র বলেন, "নোটিশ বাতিল করা হয়েছে ৷" কেন বাতিল হল, এ নিয়ে বিশদে তিনি কিছুই জানাননি ৷ প্রশিক্ষণের সিদ্ধান্ত কেন প্রত্যাহার করা হল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ।

বাংলাদেশের সংবাদপত্র 'দ্য ডেইলি স্টার'-এ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই প্রশিক্ষণের নোটিশ বাতিল করা হয়েছে ৷ তবে এমন দাবি ঠিক কিনা তাও সরকারের তরফ থেকে জানানো হয়নি। একদিন আগে, বাংলাদেশ সরকারের সংবাদ সংস্থা জানিয়েছিল, নিম্ন আদালতের 50 জন বিচারক একদিনের প্রশিক্ষণ নেবেন ৷ 10 ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ হবে মধ্যপ্রদেশের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে ৷ পরে তা বাতিল হয়ে যায়।

এই ট্রেনি বিচারকরা- জেলা ও দায়রা বিচারক বা তার সমতুল্য আধিকারিক, অতিরিক্ত বিচারক এবং দায়রা বিচারক, যুগ্ম বিচারক, সিনিয়র সহকারী বিচারক এবং সহকারী বিচারক ৷ ভারত সরকারেরই এই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবেন বলে কথা ছিল ৷

গত 5 অগস্ট বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয় ৷ গণরোষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন ৷ তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন ৷ সেই থেকে ভারতই তাঁর ঠিকানা। এরপর 8 অগস্ট প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ৷ ধীরে ধীরে বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে উপদেষ্টাদের আনাও হয়। এই সরকার এখন দেশ চালাচ্ছে ৷ সবমিলিয়ে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়েছে ৷ বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে এই অন্তর্বর্তী সরকারের ভারত সরকারের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে ৷

ঢাকা, 5 জানুয়ারি: ভারতে গিয়ে প্রশিক্ষণ নেওয়ার কথা ছিল বাংলাদেশের 50 জন বিচারকের ৷ সেই প্রশিক্ষণ বাতিল করল অন্তর্বর্তী সরকার ৷ আইন মন্ত্রকের মুখপাত্র বলেন, "নোটিশ বাতিল করা হয়েছে ৷" কেন বাতিল হল, এ নিয়ে বিশদে তিনি কিছুই জানাননি ৷ প্রশিক্ষণের সিদ্ধান্ত কেন প্রত্যাহার করা হল তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে ।

বাংলাদেশের সংবাদপত্র 'দ্য ডেইলি স্টার'-এ প্রকাশিত রিপোর্ট জানাচ্ছে, সুপ্রিম কোর্টের নির্দেশিকার সঙ্গে সামঞ্জস্য রাখার জন্য এই প্রশিক্ষণের নোটিশ বাতিল করা হয়েছে ৷ তবে এমন দাবি ঠিক কিনা তাও সরকারের তরফ থেকে জানানো হয়নি। একদিন আগে, বাংলাদেশ সরকারের সংবাদ সংস্থা জানিয়েছিল, নিম্ন আদালতের 50 জন বিচারক একদিনের প্রশিক্ষণ নেবেন ৷ 10 ফেব্রুয়ারি এই প্রশিক্ষণ হবে মধ্যপ্রদেশের ন্যাশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এবং স্টেট জুডিশিয়াল অ্যাকাডেমিতে ৷ পরে তা বাতিল হয়ে যায়।

এই ট্রেনি বিচারকরা- জেলা ও দায়রা বিচারক বা তার সমতুল্য আধিকারিক, অতিরিক্ত বিচারক এবং দায়রা বিচারক, যুগ্ম বিচারক, সিনিয়র সহকারী বিচারক এবং সহকারী বিচারক ৷ ভারত সরকারেরই এই প্রশিক্ষণের সমস্ত খরচ বহন করবেন বলে কথা ছিল ৷

গত 5 অগস্ট বাংলাদেশে আওয়ামী লিগ সরকারের পতন হয় ৷ গণরোষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন ৷ তিনি ভারতে গিয়ে আশ্রয় নেন ৷ সেই থেকে ভারতই তাঁর ঠিকানা। এরপর 8 অগস্ট প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার ৷ ধীরে ধীরে বিভিন্ন মন্ত্রকের দায়িত্বে উপদেষ্টাদের আনাও হয়। এই সরকার এখন দেশ চালাচ্ছে ৷ সবমিলিয়ে বাংলাদেশে ব্যাপক রাজনৈতিক পরিবর্তন হয়েছে ৷ বাংলাদেশে হিন্দু-সহ অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচারের ঘটনাকে কেন্দ্র করে এই অন্তর্বর্তী সরকারের ভারত সরকারের সম্পর্ক ক্রমশ তিক্ত হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.