সিডনি, 5 জানুয়ারি: যাঁর নামে ট্রফি তাঁকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্রাত্য করে রাখল ক্রিকেট অস্ট্রেলিয়া ৷ সিডনিতে ভারতকে ছয় উইকেটে হারিয়ে দশ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি ঘরে তুলেছে অস্ট্রেলিয়া ৷ জয়ের পর অজি অধিনায়ক প্য়াট কামিন্সের হাতে এদিন অভিজাত সেই ট্রফি তুলে দেন বিশ্বজয়ী অজি অধিনায়ক অ্যালান বর্ডার ৷ কিন্তু অনুষ্ঠানে ডাকাই হল না সুনীল গাভাসকরকে ৷ কেন ভারতীয় কিংবদন্তিকে এহেন ব্রাত্য করে রাখা হল? তা জানা না-গেলেও ঘটনায় হতাশ গাভাসকর নিজেও ৷
অ্যালান বর্ডার এদিন যখন অজি দলনায়কের হাতে ট্রফি তুলে দেন, সেই সময় বাউন্ডারি লাইনে একাকী দাঁড়িয়ে ছিলেন গাভাসকর ৷ যদিও সূত্রের খবর, ক্রিকেট অস্ট্রেলিয়ার পরিকল্পনাই ছিল অস্ট্রেলিয়া সিরিজ জিতলে ট্রফি তুলে দেবেন বর্ডারই ৷ পক্ষান্তরে শেষ টেস্ট জিতে ভারত সিরিজে সমতা ফেরালে সেক্ষেত্রে ডাকা হবে সুনীল গাভাসকরকে ৷ কারণ সিরিজ ড্র হলে ভারতের ঝুলিতেই থাকত ট্রফি ৷ কিন্তু ভারতীয় কিংবদন্তি এই ঘটনা সম্পর্কে হয়তো অবগত ছিলেন না ৷
কারণ পুরস্কার বিতরণীতে না-ডাকা প্রসঙ্গে কোড স্পোর্টসকে 34টি টেস্ট শতরানের মালিক বলেন, "নিশ্চিতভাবে পুরস্কার বিতরণীতে থাকতে পারলে খুশি হতাম ৷ হাজার হোক এটা বর্ডার-গাভাসকর ট্রফি ৷ অস্ট্রেলিয়া বনাম ভারতের লড়াই ৷" গাভাসকর আরও বলেন, "যেই জিতুক আমার কোনও ব্য়াপার নয় ৷ অস্ট্রেলিয়া জিতেছে কারণ তাঁরা ভালো খেলেছে ৷ কিন্তু আমি ভারতীয় বলেই কি ডাকা হল না পুরস্কার বিতরণীতে? বন্ধু অ্যালান বর্ডারের সঙ্গে ট্রফি দিতে পারলে সত্য়িই খুশি হতাম ৷"
Scenes 🎉#AUSvIND pic.twitter.com/To7CsZ5iU8
— cricket.com.au (@cricketcomau) January 5, 2025
1996-97 সাল থেকে দুই দেশের দুই কিংবদন্তি অ্য়ালান বর্ডার ও সুনীল গাভাসকরের নামে শুরু হয় ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ ৷ 2014-15 থেকে এই ট্রফি ঝুলিতে রেখেছিল ভারত ৷ কিন্তু সদ্য সমাপ্ত সিরিজে ভারতকে 3-1 ব্য়বধানে হারিয়ে দশ বছর পর পুনরায় সেই ট্রফির দখল নিল অজিরা ৷ সেইসঙ্গে টানা দ্বিতীয়বার ডব্লিউটিসি ফাইনালে পৌঁছল প্যাট কামিন্স ব্রিগেড ৷