হাওড়া, 5 জানুয়ারি: আচমকা বিকট শব্দ ৷ কয়েক মহূর্তের মধ্যে জ্বলে উঠল আগুন ৷ বিস্ফোরণের শব্দের দিক অনুসরণ করে দেখা গেল একটি ট্রেনের ইঞ্জিনের ছাদে এক ব্যক্তি শুয়ে আছেন ৷ আর তিনি দাউদাউ করে জ্বলছেন ৷ গত শুক্রবার রাত সাড়ে 12টা নাগাদ হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে এমনই ভয়াবহ ঘটনার সাক্ষী থাকলেন কয়েকশো রেলযাত্রী ৷
পূর্ব রেল সূত্রে খবর, সকলের নজর এড়িয়ে এক ব্যক্তি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে 17 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যশবন্তপুর এক্সপ্রেসের ইঞ্জিনের মাথায় চড়ে বসেন ৷ আর তখনই ওভার হেডের হাইটেনশন তারের সংস্পর্শে আসতেই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ৷ কয়েক হাজার ভোল্টের ওই তারের সংস্পর্শে থাকায় পরনের জামাকাপড়ে আগুন ধরে যায় ৷
হাড়হিম করা সেই দৃশ্যে আতঙ্ক তৈরি হয় স্টেশন চত্বরে থাকা যাত্রীদের মধ্যে ৷ যদিও, মধ্যরাতের ঘটনা হওয়ায় স্টেশনে যাত্রীদের সংখ্যা খুব একটা বেশি ছিল না ৷ তা-ও যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে হইচই পড়ে যায় ৷ ঘটনাটি নজরে আসতেই, স্টেশন চত্বরে থাকা আরপিএফ সদস্যরা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র নিয়ে আসেন এবং আগুন নেভান ৷ রেল পুলিশ সূত্রে খবর, প্রাথমিক তদন্তে তাঁদের অনুমান ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ৷
ততক্ষণে খবর পেয়ে হাওড়া জিআরপি-র আধিকারিকরাও 17 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান ৷ ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয় ৷ নামপ্রকাশে অনিচ্ছুক পূর্ব রেলের এক আধিকারিক এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, "কোনওভাবে ওই ব্যক্তি ট্রেনের ছাদে চড়ে বসেন ৷ মুহূর্তে দুর্ঘটনাটি ঘটেছে ৷ যদিও, স্টেশনে কর্তব্যরত আরপিএফ কর্মীদের তৎপরতায় তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় ৷ গোটা ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে ৷"
জানা গিয়েছে, ব্যক্তির বাড়ি ঝাড়খণ্ডের বোকারোতে ৷ খবর পেয়ে পরিবারের সদস্যরাও হাওড়া জেলা হাসপাতালে পৌঁছান ৷ শনিবার রাতে তাঁকে অ্যাম্বুল্যান্সে করে বোকারোতে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য ৷ তবে, বিদ্যুৎস্পৃষ্ট ও অগ্নিদগ্ধ হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি ৷ হাসপাতাল সূত্রে খবর, ব্যক্তির শরীরের 50 শতাংশ পুড়ে গিয়েছে ৷