ETV Bharat / bharat

সিকি শতাব্দী পর দিল্লি দখল ! ঝাড়ু ‘সাফ’ করে কর্মীদের ধন্যবাদ মোদির - DELHI ELECTIONS 2025

ঝাড়ু নয়, পদ্মেই আস্থা রাখল দিল্লির জনতা ৷ দিল্লির মসনদ দখল করতে ‘মাত্র’ 27 বছর সময় নিল বিজেপি ৷ পদ্ম ঝড়ে উড়ে গেল ঝাড়ু !

PM Narendra Modi Delhi Elections 2025
ঝাড়ু ‘সাফ’ করে কর্মীদের ধন্যবাদ মোদির (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Feb 8, 2025, 3:39 PM IST

Updated : Feb 8, 2025, 4:02 PM IST

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ‘‘সুশাসনের জয় হয়েছে ৷ দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ ৷ দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ৷ এটা মোদির গ্যারান্টি ৷’’ 27 বছর পর 'দিল্লি জয়' করে জানালেন নরেন্দ্র মোদি ৷

বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি ৷ ফলে সিকি শতাব্দী পরে রাজধানীর তখত দখল করেছে পদ্ম-শিবির ৷ বুথফেরত সমীক্ষাও বলেছিল, দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি ৷ সূত্র বলছে, দিল্লি দখল যে সময়ের অপেক্ষা, তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও ৷ ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে ৷ এদিন গণনা শুরু হওয়ার পর যত বেলা গড়িয়েছে, দেওয়াল লিখনটাও ততই স্পষ্ট হয়েছে ৷

অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সৌরভ ভরদ্বাজ ৷ বিজেপি ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা’কে বাদ দিলে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷ টানা তৃতীয়বার দিল্লি বিধানসভায় কোনও আসন পায়নি কংগ্রেস ৷ ফলে বিজেপি’র জয় শুধু ঐতিহাসিকই নয়, একপেশেও ৷

এক্স পোস্টে কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহও ৷ বিজেপি’র সেকেন্ড ইন কম্যান্ড লিখেছেন, ‘‘দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে যে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না । জনগণ ভোটের মাধ্যমে নোংরা যমুনা, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানের জবাব দিয়েছে । দিল্লিতে এই দুর্দান্ত জয়ের জন্য যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ ৷ সমস্ত কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই । দিল্লি এখন মোদিজির নেতৃত্বে একটি আদর্শ রাজধানী হয়ে উঠবে ।’’

আরও পড়ুন

নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ‘‘সুশাসনের জয় হয়েছে ৷ দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ ৷ দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ৷ এটা মোদির গ্যারান্টি ৷’’ 27 বছর পর 'দিল্লি জয়' করে জানালেন নরেন্দ্র মোদি ৷

বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি ৷ ফলে সিকি শতাব্দী পরে রাজধানীর তখত দখল করেছে পদ্ম-শিবির ৷ বুথফেরত সমীক্ষাও বলেছিল, দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি ৷ সূত্র বলছে, দিল্লি দখল যে সময়ের অপেক্ষা, তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও ৷ ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে ৷ এদিন গণনা শুরু হওয়ার পর যত বেলা গড়িয়েছে, দেওয়াল লিখনটাও ততই স্পষ্ট হয়েছে ৷

অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সৌরভ ভরদ্বাজ ৷ বিজেপি ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা’কে বাদ দিলে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷ টানা তৃতীয়বার দিল্লি বিধানসভায় কোনও আসন পায়নি কংগ্রেস ৷ ফলে বিজেপি’র জয় শুধু ঐতিহাসিকই নয়, একপেশেও ৷

এক্স পোস্টে কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহও ৷ বিজেপি’র সেকেন্ড ইন কম্যান্ড লিখেছেন, ‘‘দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে যে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না । জনগণ ভোটের মাধ্যমে নোংরা যমুনা, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানের জবাব দিয়েছে । দিল্লিতে এই দুর্দান্ত জয়ের জন্য যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ ৷ সমস্ত কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই । দিল্লি এখন মোদিজির নেতৃত্বে একটি আদর্শ রাজধানী হয়ে উঠবে ।’’

আরও পড়ুন

Last Updated : Feb 8, 2025, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.