নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ‘‘সুশাসনের জয় হয়েছে ৷ দিল্লির সমস্ত বাসিন্দাকে ও বিজেপি কর্মী-সমর্থককে এই ঐতিহাসিক জয়ের জন্য আমি কৃতজ্ঞ ৷ দিল্লিবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে ও দিল্লি’কে সর্বশ্রেষ্ঠ করে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর ৷ এটা মোদির গ্যারান্টি ৷’’ 27 বছর পর 'দিল্লি জয়' করে জানালেন নরেন্দ্র মোদি ৷
বছরের প্রথম হাইভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ে বাজিমাত করেছে বিজেপি ৷ ফলে সিকি শতাব্দী পরে রাজধানীর তখত দখল করেছে পদ্ম-শিবির ৷ বুথফেরত সমীক্ষাও বলেছিল, দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি ৷ সূত্র বলছে, দিল্লি দখল যে সময়ের অপেক্ষা, তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও ৷ ফলত, সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন, তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে ৷ এদিন গণনা শুরু হওয়ার পর যত বেলা গড়িয়েছে, দেওয়াল লিখনটাও ততই স্পষ্ট হয়েছে ৷
Jana Shakti is paramount!
— Narendra Modi (@narendramodi) February 8, 2025
Development wins, good governance triumphs.
I bow to my dear sisters and brothers of Delhi for this resounding and historic mandate to @BJP4India. We are humbled and honoured to receive these blessings.
It is our guarantee that we will leave no…
অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন, সৌরভ ভরদ্বাজ ৷ বিজেপি ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী ৷ মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা’কে বাদ দিলে কার্যত ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি ৷ টানা তৃতীয়বার দিল্লি বিধানসভায় কোনও আসন পায়নি কংগ্রেস ৷ ফলে বিজেপি’র জয় শুধু ঐতিহাসিকই নয়, একপেশেও ৷
दिल्लीवासियों ने बता दिया कि जनता को बार-बार झूठे वादों से गुमराह नहीं किया जा सकता। जनता ने अपने वोट से गंदी यमुना, पीने का गंदा पानी, टूटी सड़कें, ओवरफ्लो होते सीवरों और हर गली में खुले शराब के ठेकों का जवाब दिया है।
— Amit Shah (@AmitShah) February 8, 2025
दिल्ली में मिली इस भव्य जीत के लिए अपना दिन-रात एक करने वाले…
এক্স পোস্টে কর্মীদের ধন্যবাদ জানিয়েছেন অমিত শাহও ৷ বিজেপি’র সেকেন্ড ইন কম্যান্ড লিখেছেন, ‘‘দিল্লির মানুষ দেখিয়ে দিয়েছে যে বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না । জনগণ ভোটের মাধ্যমে নোংরা যমুনা, নোংরা পানীয় জল, ভাঙা রাস্তা, উপচে পড়া নর্দমা এবং প্রতিটি রাস্তায় খোলা মদের দোকানের জবাব দিয়েছে । দিল্লিতে এই দুর্দান্ত জয়ের জন্য যাঁরা দিনরাত পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ ৷ সমস্ত কর্মীকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই । দিল্লি এখন মোদিজির নেতৃত্বে একটি আদর্শ রাজধানী হয়ে উঠবে ।’’