ETV Bharat / international

মেটাভার্সে ভার্চুয়াল গণধর্ষণ ! ব্রিটিশ নাবালিকার অভিযোগের তদন্ত শুরু

Gang-Rape in Metaverse: ভার্চুয়াল ধর্ষণের অভিযোগ উঠেছে ব্রিটেনে ৷ নির্যাতিতার বয়স 16 বছর ৷ তদন্ত শুরু করেছে ব্রিটিশ পুলিশ ৷

representative image
representative image
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 3, 2024, 6:22 PM IST

হায়দরাবাদ, 3 জানুয়ারি: একটি ভার্চুয়াল রিয়ালিটি গেমে একটি মেয়ের অ্যাভাটারকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ব্রিটেনে ৷ ব্রিটিশ পুলিশের কাছে এই নিয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ডেইলি মেইলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ মেটার্ভাসে ভার্চুয়াল ধর্ষণ ! সত্যিই কি সম্ভব ? এই নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে, মেটাভার্সে এই ধরনের ঘটনা ঘটার অভিযোগের তদন্ত এটাই প্রথম ৷

ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতা মেয়েটির বয়স 16 ৷ সে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পরে একটি গেম খেলছিল ৷ সেখানে আরও অনেকে ছিল৷ ভার্চুয়ালি তার অ্যাভাটার (কোনও ব্যক্তির অ্যানিমেটেড রূপ) দিয়ে গেমটি খেলছিল ৷ সেখানে বেশ কয়েকজন পুরুষ তার অ্যাভাটারকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

ওই কিশোরী কোনও শারীরিক আঘাত পায়নি ৷ তবে সে বাস্তব জীবনে ধর্ষিতার মতো মানসিক আঘাত পেয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ আর সেটার প্রভাব আরও দীর্ঘমেয়াদী বলে মত একজন সিনিয়র তদন্তকারী আধিকারিকের ৷ তবে ব্রিটেনের বর্তমান আইন অনুযায়ী কীভাবে এর তদন্ত সম্ভব, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷

এটি পুলিশের হাতে আসা প্রথম যৌন অপরাধের তদন্ত বলে মনে করা হচ্ছে ৷ প্রশ্ন উঠছে, মেটাভার্সে অপরাধের তদন্তে কি পুলিশকে কি সময় ও নির্দিষ্ট সময়ের জন্য সমস্যায় পড়তে হবে ? যেখানে বাস্তবে হওয়া ধর্ষণের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ৷ স্বরাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বাস্তব নয় বলে বিষয়টি খারিজ করে দেওয়া যায় ৷ অথচ ভার্চুয়াল পরিবেশে পুরো বিষয়টি অবিশ্বাস্যভাবে গভীরে প্রবেশ করে ৷

তবে জেমস ক্লেভারলি আরও জানিয়েছেন, যারা এই ভিডিয়ো গেমে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, তাহলে বাস্তবে এর থেকে ভয়ানক কিছু ঘটনা ঘটাতে পারেন ৷ ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের শিশু সুরক্ষা ও অপব্যবহার সংক্রান্ত তদন্তের প্রধান ইয়ান ক্রিচলি জানিয়েছেন, শিশুদের উপর নির্যাতনের একটা নতুন পন্থা তৈরি হয়েছে ৷

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার একটি ভিআর গেম হল হরিজন ওয়ার্ল্ড ৷ সেখানেও এর আগে ভার্চুয়াল যৌনতার অভিযোগ উঠেছে ৷ তবে এই নিয়ে আগে কোনও অভিযোগ হয়নি ৷ যা এবার প্রথমবার হল ৷ এই নিয়ে মেটার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  2. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  3. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার 3

হায়দরাবাদ, 3 জানুয়ারি: একটি ভার্চুয়াল রিয়ালিটি গেমে একটি মেয়ের অ্যাভাটারকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ব্রিটেনে ৷ ব্রিটিশ পুলিশের কাছে এই নিয়ে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷ ডেইলি মেইলে এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে ৷ মেটার্ভাসে ভার্চুয়াল ধর্ষণ ! সত্যিই কি সম্ভব ? এই নিয়ে হইচই পড়ে গিয়েছে ৷ মনে করা হচ্ছে, মেটাভার্সে এই ধরনের ঘটনা ঘটার অভিযোগের তদন্ত এটাই প্রথম ৷

ডেইলি মেলে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নির্যাতিতা মেয়েটির বয়স 16 ৷ সে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট পরে একটি গেম খেলছিল ৷ সেখানে আরও অনেকে ছিল৷ ভার্চুয়ালি তার অ্যাভাটার (কোনও ব্যক্তির অ্যানিমেটেড রূপ) দিয়ে গেমটি খেলছিল ৷ সেখানে বেশ কয়েকজন পুরুষ তার অ্যাভাটারকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷

ওই কিশোরী কোনও শারীরিক আঘাত পায়নি ৷ তবে সে বাস্তব জীবনে ধর্ষিতার মতো মানসিক আঘাত পেয়ে থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা ৷ আর সেটার প্রভাব আরও দীর্ঘমেয়াদী বলে মত একজন সিনিয়র তদন্তকারী আধিকারিকের ৷ তবে ব্রিটেনের বর্তমান আইন অনুযায়ী কীভাবে এর তদন্ত সম্ভব, সেটা নিয়েও ধোঁয়াশা রয়েছে ৷

এটি পুলিশের হাতে আসা প্রথম যৌন অপরাধের তদন্ত বলে মনে করা হচ্ছে ৷ প্রশ্ন উঠছে, মেটাভার্সে অপরাধের তদন্তে কি পুলিশকে কি সময় ও নির্দিষ্ট সময়ের জন্য সমস্যায় পড়তে হবে ? যেখানে বাস্তবে হওয়া ধর্ষণের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয় ৷ স্বরাষ্ট্রসচিব জেমস ক্লেভারলি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, বাস্তব নয় বলে বিষয়টি খারিজ করে দেওয়া যায় ৷ অথচ ভার্চুয়াল পরিবেশে পুরো বিষয়টি অবিশ্বাস্যভাবে গভীরে প্রবেশ করে ৷

তবে জেমস ক্লেভারলি আরও জানিয়েছেন, যারা এই ভিডিয়ো গেমে এই ধরনের ঘটনা ঘটাতে পারেন, তাহলে বাস্তবে এর থেকে ভয়ানক কিছু ঘটনা ঘটাতে পারেন ৷ ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিলের শিশু সুরক্ষা ও অপব্যবহার সংক্রান্ত তদন্তের প্রধান ইয়ান ক্রিচলি জানিয়েছেন, শিশুদের উপর নির্যাতনের একটা নতুন পন্থা তৈরি হয়েছে ৷

ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটার একটি ভিআর গেম হল হরিজন ওয়ার্ল্ড ৷ সেখানেও এর আগে ভার্চুয়াল যৌনতার অভিযোগ উঠেছে ৷ তবে এই নিয়ে আগে কোনও অভিযোগ হয়নি ৷ যা এবার প্রথমবার হল ৷ এই নিয়ে মেটার তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. কর্ণাটকে মহিলাকে দু’বার অর্ধনগ্ন করে মারধর, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ
  2. জন্ম দেওয়ার পরেই মৃত্যু নাবালিকা মা ও সন্তানের! ধর্ষণের মামলা দায়ের পুলিশের
  3. বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ছাত্রীকে গণধর্ষণ মামলায় গ্রেফতার 3
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.