ETV Bharat / international

রবিবার "হাউডি মোদি"-তে যোগ, সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

author img

By

Published : Sep 21, 2019, 12:18 PM IST

রবিবার হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সম্মানে আয়োজিত হাইডি মোদি সম্মেলনে যোগ দেবেন বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প । তবে সেই সম্মেলনে যোগ দেওয়ার পর সোমবারই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জন্য সাক্ষাৎ সারতে চলেছেন ট্রাম্প ।

রবিবার "হাউডি মোদি"-তে যোগ, সোমবার ইমরানের সঙ্গে সাক্ষাৎ ট্রাম্পের

ওয়াশিংটন, 21 সেপ্টেম্বর : হিউস্টনে "হাউডি মোদি" সম্মেলনে যোগ দেওয়ার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রবিবার হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সম্মানে আয়োজিত হাইডি মোদি সম্মেলনে যোগ দেবেন বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প । তবে সেই সম্মেলনে যোগ দেওয়ার আগেই সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জন্য সাক্ষাৎ সারতে চলেছেন ট্রাম্প । পাশাপাশি, অ্যামেরিকান প্রেসিডেন্টের এক মুখপাত্র গতকাল জানান, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনেও ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন ট্রাম্প ।

রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । যা জানতে পেরে আপ্লুত নরেন্দ্র মোদি ৷

ট্রাম্পের কর্মসূচি প্রসঙ্গে মুখপাত্র তথ্য দিয়ে জানিয়েছেন, ট্রাম্প, হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একই দিনে ওহায়ো যাবেন । সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের সঙ্গে দেখা করবেন । সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও ট্রাম্প দেখা করবেন পোল্যান্ড, নিউজ়িল্যান্ড, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে । মঙ্গলবার তিনি মোদি ছাড়াও সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে ।

ওয়াশিংটন, 21 সেপ্টেম্বর : হিউস্টনে "হাউডি মোদি" সম্মেলনে যোগ দেওয়ার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে দেখা করবেন অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । রবিবার হিউস্টনে প্রধানমন্ত্রী মোদির সম্মানে আয়োজিত হাইডি মোদি সম্মেলনে যোগ দেবেন বলে আগেই জানিয়েছিলেন ট্রাম্প । তবে সেই সম্মেলনে যোগ দেওয়ার আগেই সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে জন্য সাক্ষাৎ সারতে চলেছেন ট্রাম্প । পাশাপাশি, অ্যামেরিকান প্রেসিডেন্টের এক মুখপাত্র গতকাল জানান, নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের 74তম সাধারণ অধিবেশনেও ভারত-পাকিস্তান দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করবেন ট্রাম্প ।

রবিবার হিউস্টনে ভারতীয় বংশোদ্ভূতরা "হাউডি মোদি" নামে একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন ৷ বক্তৃতা দেবেন নরেন্দ্র মোদি ৷ সংগঠকদের তরফে জানানো হয়, প্রায় 50 হাজার মানুষ অনুষ্ঠানের জন্য নাম নথিভুক্ত করেছেন ৷ এছাড়াও হাজির থাকবেন অ্যামেরিকান কংগ্রেসের তুলসি গাবার্ড, রাজা কৃষ্ণমূর্তি সহ সেদেশের 60 জন আইনপ্রণেতা ৷ সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প । যা জানতে পেরে আপ্লুত নরেন্দ্র মোদি ৷

ট্রাম্পের কর্মসূচি প্রসঙ্গে মুখপাত্র তথ্য দিয়ে জানিয়েছেন, ট্রাম্প, হাউডি মোদি অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একই দিনে ওহায়ো যাবেন । সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মরিসনের সঙ্গে দেখা করবেন । সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও ট্রাম্প দেখা করবেন পোল্যান্ড, নিউজ়িল্যান্ড, সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর সঙ্গে । মঙ্গলবার তিনি মোদি ছাড়াও সাক্ষাৎ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রাষ্ট্রসংঘের মহাসচিবের সঙ্গে ।

Noida (Uttar Pradesh)/ Ghaziabad (UP), Sep 21 (ANI): The farmers of Uttar Pradesh began their march from Noida Sector-69 to Delhi's Kisan Ghat on September 21. They are marching over their demands of payment of sugarcane crop dues, full loan waiver and making electricity used in farming free among others. Farmers have requested the media persons to support them in the march. Meanwhile, several security personnels have been deployed in large numbers at the border areas of Uttar Pradesh to control the situation of law and order.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.