ETV Bharat / city

Potholes in Kolkata roads পুজোর মুখেও খানাখন্দে ভরা কলকাতার রাজপথ, দ্রুত সারানোর আশ্বাস পৌরনিগমের

author img

By

Published : Aug 24, 2022, 9:22 PM IST

পুজোর আগে কলকাতার বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা (full of potholes in Kolkata roads before Puja) ৷ দ্রুত সেইসব রাস্তা সারানো হবে বলে আশ্বাস দিয়েছেন কলকাতা পৌরনিগমের (Kolkata Municipal Corporation) মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (Abhijit Mukherjee) ৷

Potholes in Kolkata roads
Potholes in Kolkata roads

কলকাতা, 24 অগস্ট: পুজোর বাকি আর মাস খানেক । তবু মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি (potholes in Kolkata roads)। কলকাতা পুলিশ সম্প্রতি 100টি বেশি খারাপ রাস্তার তালিকা কলকাতা পৌরনিগমের হাতে তুলে দিয়েছে । মহালয়ার আগেই রাস্তা হবে মসৃণ, থাকবে না খানাখন্দ বলে আশ্বাস দিয়েছেন কলকাতা পৌরনিগমের রাস্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (KMC assurances to fix roads quickly) ।

করোনাকালে প্রায় দু'বছর সাদামাঠাভাবে শারদোৎসব পালন হয়েছে রাজ্যে । তবে এবার উৎসব শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই । নেতাজি ইন্ডোরে পুজো আয়কজকদের নিয়ে বৈঠকে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

Potholes in Kolkata roads
মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি

এবার দুর্গাপুজোর আলাদাই মেজাজ । প্রথমত গত দুবছর আরম্ভরপূর্ণ পুজো করতে পারেনি কোনও পুজো কমিটি । এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন রাজ্যবাসী । দ্বিতীয়ত রাজ্যের মুকুটে ইতিমধ্যে এই দুর্গা পূজার জন্য জুটেছে বিশ্বমানের সম্মান। তাই এবার যে পুজো জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না । আগের মতোই লক্ষ লক্ষ মানুষ জেলা থেকে কলকাতামুখী হবেন মণ্ডপ দর্শনের উদ্দেশ্য নিয়ে বলেই আশা করা হচ্ছে ।

তবে এখনও উত্তরে হোক বা দক্ষিণে বেহাল রাস্তার হাল ফেরাতে পারেনি কলকাতা পৌরনিগম । তাও একটা দুটো নয় । কলকাতা পুলিশের দেওয়া তালিকায় 100 পার করে ফেলেছে সেই বেহাল রাস্তার পরিমাণ । এছাড়াও অলিগলিতে বা ছোট রাস্তাগুলি খারাপ অবস্থাতে আছে । তপসিয়া রোড দেখলে মনে হবে প্রত্যন্ত গ্রামের রাস্তা । বড় বড় গর্তে বৃষ্টির জল জমে রয়েছে । খিদিরপুর একাধিক রাস্তা খানাখন্দ ভরা । সেন্ট্রাল এভিনিউ একাংশ, ডায়মন্ডহারবার রোডের বেশ কিছু জায়গা, ইএম বাইপাসে অভিষীকতার কাছে রাস্তার অবস্থা খারাপ । তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করেছে পৌরনিগম । হাজরা, মিলন মেলার কাছে রাস্তা থেকে লেক কালীবাড়ির রাস্তা ঠিক করে ফেলা হয়েছে । এখন দেখার পুজোর আগে আদৌও কলকাতার সব রাস্তা মেরামত হয় কি না ।

পুজোর আগে কলকাতার বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা

আরও পড়ুন: বেসরকারি ধাঁচে পৌরপ্রাথমিক বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক বৈঠক

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ(রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "দিন রাত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে । প্রতিদিন রাতে আধিকারিকদের নেতৃত্বে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন পৌরনিগম । কোথায় কিছু থাকলে মেরামত করা হচ্ছে দ্রুত। পুজোর আগেই স্বাভাবিক ছন্দে ফিরবে কলকাতার রাস্তা। খানাখন্দ মেরামত শেষ হয়ে যাবে ।"

কলকাতা, 24 অগস্ট: পুজোর বাকি আর মাস খানেক । তবু মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি (potholes in Kolkata roads)। কলকাতা পুলিশ সম্প্রতি 100টি বেশি খারাপ রাস্তার তালিকা কলকাতা পৌরনিগমের হাতে তুলে দিয়েছে । মহালয়ার আগেই রাস্তা হবে মসৃণ, থাকবে না খানাখন্দ বলে আশ্বাস দিয়েছেন কলকাতা পৌরনিগমের রাস্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ অভিজিৎ মুখোপাধ্যায় (KMC assurances to fix roads quickly) ।

করোনাকালে প্রায় দু'বছর সাদামাঠাভাবে শারদোৎসব পালন হয়েছে রাজ্যে । তবে এবার উৎসব শুরু হয়ে যাবে সেপ্টেম্বর মাসের 1 তারিখ থেকেই । নেতাজি ইন্ডোরে পুজো আয়কজকদের নিয়ে বৈঠকে এই ঘোষণাই করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) ।

Potholes in Kolkata roads
মহানগরের উত্তর থেকে দক্ষিণ রাজপথে ধরা পড়ল খানাখন্দে ভর্তির ছবি

এবার দুর্গাপুজোর আলাদাই মেজাজ । প্রথমত গত দুবছর আরম্ভরপূর্ণ পুজো করতে পারেনি কোনও পুজো কমিটি । এক অস্থির পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন রাজ্যবাসী । দ্বিতীয়ত রাজ্যের মুকুটে ইতিমধ্যে এই দুর্গা পূজার জন্য জুটেছে বিশ্বমানের সম্মান। তাই এবার যে পুজো জমজমাট হবে তা বলার অপেক্ষা রাখে না । আগের মতোই লক্ষ লক্ষ মানুষ জেলা থেকে কলকাতামুখী হবেন মণ্ডপ দর্শনের উদ্দেশ্য নিয়ে বলেই আশা করা হচ্ছে ।

তবে এখনও উত্তরে হোক বা দক্ষিণে বেহাল রাস্তার হাল ফেরাতে পারেনি কলকাতা পৌরনিগম । তাও একটা দুটো নয় । কলকাতা পুলিশের দেওয়া তালিকায় 100 পার করে ফেলেছে সেই বেহাল রাস্তার পরিমাণ । এছাড়াও অলিগলিতে বা ছোট রাস্তাগুলি খারাপ অবস্থাতে আছে । তপসিয়া রোড দেখলে মনে হবে প্রত্যন্ত গ্রামের রাস্তা । বড় বড় গর্তে বৃষ্টির জল জমে রয়েছে । খিদিরপুর একাধিক রাস্তা খানাখন্দ ভরা । সেন্ট্রাল এভিনিউ একাংশ, ডায়মন্ডহারবার রোডের বেশ কিছু জায়গা, ইএম বাইপাসে অভিষীকতার কাছে রাস্তার অবস্থা খারাপ । তবে বেশ কিছু রাস্তা ইতিমধ্যে মেরামতির কাজ শুরু করেছে পৌরনিগম । হাজরা, মিলন মেলার কাছে রাস্তা থেকে লেক কালীবাড়ির রাস্তা ঠিক করে ফেলা হয়েছে । এখন দেখার পুজোর আগে আদৌও কলকাতার সব রাস্তা মেরামত হয় কি না ।

পুজোর আগে কলকাতার বেশ কিছু রাস্তার বেহাল অবস্থা

আরও পড়ুন: বেসরকারি ধাঁচে পৌরপ্রাথমিক বিদ্যালয়গুলিতে অভিভাবক শিক্ষক বৈঠক

কলকাতা পৌরনিগমের মেয়র পারিষদ(রাস্তা) অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, "দিন রাত যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে । প্রতিদিন রাতে আধিকারিকদের নেতৃত্বে বিভিন্ন রাস্তা পরিদর্শন করেছেন পৌরনিগম । কোথায় কিছু থাকলে মেরামত করা হচ্ছে দ্রুত। পুজোর আগেই স্বাভাবিক ছন্দে ফিরবে কলকাতার রাস্তা। খানাখন্দ মেরামত শেষ হয়ে যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.