ETV Bharat / bharat

'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন', রাজস্থান নির্বাচনে বললেন রাজ্যবর্ধন

Rajasthan Assembly Election: রাজস্থানে শুরু হয়েছে বিধানসভা নির্বাচন ৷ ফিরবে কংগ্রেস নাকি বিজেপি ক্ষমতা দখল করবে ? এনিয়ে বিজেপি নেতা রাজ্যবর্ধন সিং রাঠোরের মুখোমুখি হলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷

ETV Bharat
রাজ্যবর্ধন সিং রাঠোর
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2023, 11:29 AM IST

Updated : Nov 25, 2023, 12:00 PM IST

রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদী রাজ্যবর্ধন সিং রাঠোর

জয়পুর, 25 নভেম্বর: আজ সকাল 7টা থেকে রাজস্থানে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ 5.26 কোটিরও বেশি ভোটার 199টি আসনে 1 হাজার 863 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ বিদায়ী কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলত আশাবাদী মরুরাজ্যে কংগ্রেস ফিরবে ৷ এদিকে বিজেপিও শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে ৷

আজ সকালে ভোটকেন্দ্রে নিজের ভোটটি দিতে এসেছিলেন কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর ৷ তাঁর মুখোমুখি হন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ মরুরাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কী বললেন ?

সরকার গঠনে নিজের ভোটটি দিয়ে রাজ্যবর্ধন ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "কংগ্রেস পাঁচ বছর ধরে শুধু নিজের জন্য কাজ করে গিয়েছে ৷ কিন্তু বিজেপি সাধারণ মানুষের জন্য কাজ করবে ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যের মৌলিক চাহিদাগুলি গুরুত্বপূর্ণ ৷ রাজস্থানে অপরাধ, বেকারত্ব বেড়ে চলেছে ৷ এই সমস্যাগুলির সমাধানেই মানুষ ভোট দেবে ৷ কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে যে পাপ করেছে, এই নির্বাচনে তার হিসেবে নেবে মানুষ ৷"

তাঁর অভিযোগ, "আমার বিধানসভা কেন্দ্রে খাবার জল নেই, বড়ো হাসপাতাল নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ এরকম আরও অনেক সমস্যার সমাধান কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন করেনি ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে রাঠোর বলেন, "আমাদের কাছে দেশের সবচেয়ে জনপ্রিয় চেহারার মানুষ রয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন ৷ তিনি একজন দারুণ নেতা আর তাই বিজেপি তাঁকে সামনে রেখে এই নির্বাচনে লড়ছে ৷ রাজস্থানের মানুষ নিজের মনের কথা বলে দিয়েছে ৷ এই অহঙ্কারী, দুর্নীতিপরায়ণ আর যুবসমাজের বিরোধী সরকারের বদল হবে ৷" রাজ্যবর্ধন সিং রাঠোর ঝোটওয়াড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের অভিষেক চৌধুরী এবং নির্দল প্রার্থী আশিস সুরপুরা ৷

আরও পড়ুন:

  1. আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস
  2. 'বিজেপি এলে আমাদের প্রকল্পগুলি বন্ধ হবে', ভোটের রাজস্থানে শঙ্কিত গেহলত! শুভেচ্ছা বার্তা মোদির
  3. 683 কোটি অনুদান পেয়ে দেশের আঞ্চলিক দলগুলোর মধ্যে এগিয়ে বিআরএস, জানাল কমিশন

রাজস্থান বিধানসভা নির্বাচনে বিজেপির জয় নিয়ে আশাবাদী রাজ্যবর্ধন সিং রাঠোর

জয়পুর, 25 নভেম্বর: আজ সকাল 7টা থেকে রাজস্থানে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ 5.26 কোটিরও বেশি ভোটার 199টি আসনে 1 হাজার 863 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবে ৷ বিদায়ী কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলত আশাবাদী মরুরাজ্যে কংগ্রেস ফিরবে ৷ এদিকে বিজেপিও শেষ মুহূর্ত পর্যন্ত জোর প্রচার চালিয়েছে ৷

আজ সকালে ভোটকেন্দ্রে নিজের ভোটটি দিতে এসেছিলেন কর্নেল রাজ্যবর্ধন সিং রাঠোর ৷ তাঁর মুখোমুখি হন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ মরুরাজ্যে বিধানসভা নির্বাচন নিয়ে তিনি কী বললেন ?

সরকার গঠনে নিজের ভোটটি দিয়ে রাজ্যবর্ধন ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "কংগ্রেস পাঁচ বছর ধরে শুধু নিজের জন্য কাজ করে গিয়েছে ৷ কিন্তু বিজেপি সাধারণ মানুষের জন্য কাজ করবে ৷ বিধানসভা নির্বাচনে রাজ্যের মৌলিক চাহিদাগুলি গুরুত্বপূর্ণ ৷ রাজস্থানে অপরাধ, বেকারত্ব বেড়ে চলেছে ৷ এই সমস্যাগুলির সমাধানেই মানুষ ভোট দেবে ৷ কংগ্রেস সরকার পাঁচ বছর ধরে যে পাপ করেছে, এই নির্বাচনে তার হিসেবে নেবে মানুষ ৷"

তাঁর অভিযোগ, "আমার বিধানসভা কেন্দ্রে খাবার জল নেই, বড়ো হাসপাতাল নেই, রাস্তার অবস্থা খুবই খারাপ ৷ এরকম আরও অনেক সমস্যার সমাধান কংগ্রেস সরকার ক্ষমতায় থাকাকালীন করেনি ৷"

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্পর্কে রাঠোর বলেন, "আমাদের কাছে দেশের সবচেয়ে জনপ্রিয় চেহারার মানুষ রয়েছেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের প্রত্যেক নাগরিক পছন্দ করেন ৷ তিনি একজন দারুণ নেতা আর তাই বিজেপি তাঁকে সামনে রেখে এই নির্বাচনে লড়ছে ৷ রাজস্থানের মানুষ নিজের মনের কথা বলে দিয়েছে ৷ এই অহঙ্কারী, দুর্নীতিপরায়ণ আর যুবসমাজের বিরোধী সরকারের বদল হবে ৷" রাজ্যবর্ধন সিং রাঠোর ঝোটওয়াড়া বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন ৷ তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের অভিষেক চৌধুরী এবং নির্দল প্রার্থী আশিস সুরপুরা ৷

আরও পড়ুন:

  1. আজ রাজস্থানের 199 কেন্দ্রে ভোটগ্রহণ, মরুরাজ্যে যুযুধান বিজেপি-কংগ্রেস
  2. 'বিজেপি এলে আমাদের প্রকল্পগুলি বন্ধ হবে', ভোটের রাজস্থানে শঙ্কিত গেহলত! শুভেচ্ছা বার্তা মোদির
  3. 683 কোটি অনুদান পেয়ে দেশের আঞ্চলিক দলগুলোর মধ্যে এগিয়ে বিআরএস, জানাল কমিশন
Last Updated : Nov 25, 2023, 12:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.