ETV Bharat / bharat

সেনার গাড়ি 300 ফুট গভীর খাদে, মৃত কমপক্ষে 5 জওয়ান - JK ARMY VEHICLE ACCIDENT

সন্ধ্যায় সেনার গাড়ি গড়িয়ে পড়ল 300 ফুট গভীর খাদে ৷ প্রাণ হারিয়েছেন কমপক্ষে 5 সেনা জওয়ান ৷

Poonch Army Vehicle Accident
পুঞ্চে সেনার গাড়ি দুর্ঘটনা (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2024, 8:23 PM IST

Updated : Dec 24, 2024, 8:54 PM IST

পুঞ্চ, 24 ডিসেম্বর: সেনার গাড়ি হঠাৎ পিছলে খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ সরকারি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ ওই খাদের গভীরতা 300-350 ফুট বলে হতে পারে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷ এখনও পর্যন্ত 5 সেনার দেহ উদ্ধার হয়েছে ৷

এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷"

ঠিক দু'দিন আগে বিহারে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পিষে দিয়েছে 11 জন পথচারীকে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের । আহত হয়েছেন ছ'জন পথচারী । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে 10টা নাগাদ বিহারের পূর্ণিয়া জেলার ধামদহ থানার ঢাকওয়া গ্রামে । ঘাতক গাড়ি-সহ চালককে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোকওয়া গ্রামের পঞ্চায়েত ভবনের কাছে রাস্তার ধারে লোকেরা দাঁড়িয়ে ছিলেন ৷ তখন দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 11 জন পথচারীকে পিষে দিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন ছ'জন । স্থানীয় লোকজনের কথায়, চালক মদ্যপান করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ যার কারণে তাঁরা গাড়িটিকে থামানোর সাহস পাইনি । এর ফলে এই দুর্ঘটনা ৷

পুঞ্চ, 24 ডিসেম্বর: সেনার গাড়ি হঠাৎ পিছলে খাদে পড়ে মৃত্যু হয়েছে কমপক্ষে 5 সেনা জওয়ানের ৷ আশঙ্কা, এই সংখ্যা আরও বাড়তে পারে ৷ সরকারি সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্যার সময় সেনা জওয়ানদের নিয়ে একটি গাড়ি রাস্তায় পিছলে খাদের মধ্যে পড়ে যায় ৷ ওই খাদের গভীরতা 300-350 ফুট বলে হতে পারে বলে সেনা সূত্রে জানা গিয়েছে ৷ দুর্ঘটনাটি ঘটেছে ঘারোয়া এলাকায় ৷ সেনার গাড়িটি প্রকৃত নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে বানোই এলাকায় যাচ্ছিল ৷ এখনও পর্যন্ত 5 সেনার দেহ উদ্ধার হয়েছে ৷

এক পুলিশ আধিকারিক ইটিভি ভারতকে জানান, বালোনিতে এলওসি'র কাছে একটি গভীর খাদে সেনার গাড়ি পড়ে যায় ৷ তিনি বলেন, "গাড়িচালক-সহ 10 জন গুরুতর আহত হয়েছিলেন ৷ ঘটনার পরপরই উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় ৷ সেখান থেকে সেনাদের উদ্ধার করে নিকটস্থ আর্মি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ৷ আহত 10 জনের মধ্যে 5 জনেরই মৃত্যু হয়েছে ৷"

ঠিক দু'দিন আগে বিহারে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছে ৷ নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান পিষে দিয়েছে 11 জন পথচারীকে । দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পাঁচ জনের । আহত হয়েছেন ছ'জন পথচারী । তাঁদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক । ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে 10টা নাগাদ বিহারের পূর্ণিয়া জেলার ধামদহ থানার ঢাকওয়া গ্রামে । ঘাতক গাড়ি-সহ চালককে ধরতে অভিযান শুরু করেছে পুলিশ ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢোকওয়া গ্রামের পঞ্চায়েত ভবনের কাছে রাস্তার ধারে লোকেরা দাঁড়িয়ে ছিলেন ৷ তখন দ্রুত গতিতে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে 11 জন পথচারীকে পিষে দিয়ে বেরিয়ে যায় । ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয় ৷ গুরুতর জখম হন ছ'জন । স্থানীয় লোকজনের কথায়, চালক মদ্যপান করে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন ৷ যার কারণে তাঁরা গাড়িটিকে থামানোর সাহস পাইনি । এর ফলে এই দুর্ঘটনা ৷

Last Updated : Dec 24, 2024, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.