ETV Bharat / bharat

24 ঘণ্টা পার ! 700 ফুটের কুয়োয় আটকে তিন বছরের শিশু, চলছে উদ্ধারকাজ - GIRL TRAPPED IN BOREWELL

কিরাতপুরে খেলতে গিয়ে কুয়োর 150 ফুট গভীর পড়ে গিয়েছে তিন বছরের একটি শিশু । 24 ঘণ্টা কেটে গেলেও এখনও সফল হয়নি উদ্ধারকাজ ৷

3-Year-Old Girl Still Trapped In 700-Feet Borewell
700 ফিট কুয়োয় আটকে তিন বছরের শিশু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

কোটপুটলি-বেহরোদ (রাজস্থান), 24 ডিসেম্বর: মরুরাজ্যে ফের দুর্ঘটনা ৷ রাজস্থানের কোটপুতলি এলাকার কিরাতপুরে খেলতে গিয়ে 700 ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায় শিশু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়োটির 150 ফুট গভীরতায় আটকে রয়েছে 3 বছরের ওই শিশু। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ৷ উদ্ধারকার্য শুরু হওয়ার 24 ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি শিশুটিকে ৷

কী হয়েছে ?

কিরাতপুরা গ্রামের ধনি বাদিয়ালিতে দু’টি মেয়ে একসঙ্গে খেলছিল ৷ সেই সময়ে পা পিছলে কুয়োয় পড়ে যায় 3 বছরের চেতনা। পরিবারের লোকজন ঘটনাটি পুলিশ-প্রশাসনকে জানায় । এনডিআরএফ ও এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধারের কাজ শুরু করে। কুয়োর নীচে ক্যামেরা নামানো হয়। তাতে শিশুটিকে হাত নাড়তে দেখা গিয়েছে । এসডিআরএফ, এনডিআরএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও মেয়েটিকে বাঁচাতে রাতভর কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি ।

প্রথম চেষ্টা ব্যর্থ: জানা গিয়েছে, কুয়োটি 700 ফুট গভীর ৷ তার মধ্যে 150 ফুটে গিয়ে আটকে রয়েছে শিশুটি ৷ সোমবার গভীর রাতে চেতনাকে বের করার জন্য বোরওয়েলে একটি রিং রড ঢোকানো হয়েছিল। কিন্তু মেয়েটির জামাকাপড়ে রড আটকে যাওয়ায় প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্ধার অভিযানে পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স ও জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে।

এনডিআরএফ-এসডিআরএফ দল: উদ্ধার অভিযানের সময় প্রথমে ক্যামেরা ও অক্সিজেনও ঢোকানো হয় । কুয়োর প্রায় 150 ফুট গভীরে মেয়েটি মাথা নিচু করে আটকে রয়েছে । কান্নার শব্দও ভেসে আসছে মাঝে মাঝে । ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষও জড়ো হয়েছেন। জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ রাও রাজেন্দ্র সিং, বিধায়ক হংসরাজ প্যাটেল, পুলিশ সুপার রাজন দুশ্যন্ত, এএসপি বৈভব শর্মা, এসডিএম ব্রিজেশ চৌধুরী, প্রশাসনিক কর্তা রামধন গুর্জর, সিএমএইচও ডক্টর আশিস সিং শেখাওয়াত, বিসিএমও ডক্টর পুরান চাঁদ গুর্জার, পৌরসভার কমিশনার ধরমপাল জাট ঘটনাস্থলে রয়েছেন ।

আরও পড়ুন

কোটপুটলি-বেহরোদ (রাজস্থান), 24 ডিসেম্বর: মরুরাজ্যে ফের দুর্ঘটনা ৷ রাজস্থানের কোটপুতলি এলাকার কিরাতপুরে খেলতে গিয়ে 700 ফুট গভীর একটি কুয়োয় পড়ে যায় শিশু। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, কুয়োটির 150 ফুট গভীরতায় আটকে রয়েছে 3 বছরের ওই শিশু। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ৷ উদ্ধারকার্য শুরু হওয়ার 24 ঘণ্টা কেটে গেলেও এখনও উদ্ধার করা যায়নি শিশুটিকে ৷

কী হয়েছে ?

কিরাতপুরা গ্রামের ধনি বাদিয়ালিতে দু’টি মেয়ে একসঙ্গে খেলছিল ৷ সেই সময়ে পা পিছলে কুয়োয় পড়ে যায় 3 বছরের চেতনা। পরিবারের লোকজন ঘটনাটি পুলিশ-প্রশাসনকে জানায় । এনডিআরএফ ও এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে মেয়েটিকে উদ্ধারের কাজ শুরু করে। কুয়োর নীচে ক্যামেরা নামানো হয়। তাতে শিশুটিকে হাত নাড়তে দেখা গিয়েছে । এসডিআরএফ, এনডিআরএফের পাশাপাশি স্থানীয় প্রশাসনও মেয়েটিকে বাঁচাতে রাতভর কাজ করছে, কিন্তু এখনও পর্যন্ত মেয়েটিকে উদ্ধার করা যায়নি ।

প্রথম চেষ্টা ব্যর্থ: জানা গিয়েছে, কুয়োটি 700 ফুট গভীর ৷ তার মধ্যে 150 ফুটে গিয়ে আটকে রয়েছে শিশুটি ৷ সোমবার গভীর রাতে চেতনাকে বের করার জন্য বোরওয়েলে একটি রিং রড ঢোকানো হয়েছিল। কিন্তু মেয়েটির জামাকাপড়ে রড আটকে যাওয়ায় প্রথম প্রচেষ্টা ব্যর্থ হয়। উদ্ধার অভিযানে পুলিশ বাহিনী, অ্যাম্বুলেন্স ও জেসিবি মেশিন মোতায়েন করা হয়েছে।

এনডিআরএফ-এসডিআরএফ দল: উদ্ধার অভিযানের সময় প্রথমে ক্যামেরা ও অক্সিজেনও ঢোকানো হয় । কুয়োর প্রায় 150 ফুট গভীরে মেয়েটি মাথা নিচু করে আটকে রয়েছে । কান্নার শব্দও ভেসে আসছে মাঝে মাঝে । ঘটনাস্থলে বিপুল সংখ্যক স্থানীয় মানুষও জড়ো হয়েছেন। জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ রাও রাজেন্দ্র সিং, বিধায়ক হংসরাজ প্যাটেল, পুলিশ সুপার রাজন দুশ্যন্ত, এএসপি বৈভব শর্মা, এসডিএম ব্রিজেশ চৌধুরী, প্রশাসনিক কর্তা রামধন গুর্জর, সিএমএইচও ডক্টর আশিস সিং শেখাওয়াত, বিসিএমও ডক্টর পুরান চাঁদ গুর্জার, পৌরসভার কমিশনার ধরমপাল জাট ঘটনাস্থলে রয়েছেন ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.