ETV Bharat / bharat

রেস্তরাঁ, বাজার, স্যালোঁয় RT-PCR পরীক্ষায় জোর কেন্দ্রের - কোরোনা ভাইরাসের পরীক্ষা

রাজধানীর কোরোনা পরিস্থিতি ফের নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কেন্দ্রের কাছে । দিল্লিতে দৈনিক কোরোনা সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে । এই পরিস্থিতিতে RT -PCR পরীক্ষায় আরও জোর দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের ।

RT-PCR পরীক্ষা
RT-PCR পরীক্ষা
author img

By

Published : Nov 2, 2020, 11:08 PM IST

Updated : Nov 3, 2020, 1:25 AM IST

দিল্লি, 2 নভেম্বর : রাজধানীতে ফের মাথা চাড়া দিয়ে উঠছে কোরোনা । বিগত কয়েকদিন ধরে দিল্লিতে কোরোনার আবার দাঁত-নখ বের করতে শুরু করেছে । বাড়ছে দৈনিক সংক্রমণ । এই পরিস্থিতিতে রেস্তরাঁ, বাজার, স্যালোঁ এবং অন্যান্য স্পর্শকাতর এলাকাগুলিতে RT-PCR পরীক্ষা করানোর উপর জোর দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র ।

রাজধানীর কোরোনা সংক্রমণের পরিস্থিতির উপর লাগাতার নজর রাখছে কেন্দ্র । আজ দিল্লির কোরোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠকও করে কেন্দ্র । বৈঠকে পরিস্থিতি মোকাবিলায় নতুন দাওয়াই স্বরাষ্ট্রমন্ত্রকের । এর মধ্যে বিশেষ করে গুরুত্ব দেওয়া হচ্ছে রেস্তঁরা, বাজার, স্যালোঁর মতো স্পর্শকাত এলাকাগুলিতে RT-PCR পরীক্ষা আরও জোরদার করার উপর ।

আরও পড়ুন : দেশে কমল কোরোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা

আজকের পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা, নীতি আয়োগের সদস্য ভি কে পাল, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব, ICMR -এর ডিরেক্টর জেনেরাল, দিল্লি সরকারের আধিকারিকরা এবং দিল্লির পুলিশ কমিশনার । এর আগে 27 অক্টোবর কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ উদ্বেগ প্রকাশ করে জানিয়েছিলেন, উৎসবের মরশুমে দিল্লি, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র ও কর্নাটকে কোরানার সংক্রমণের হার বেড়েছে ।

Last Updated : Nov 3, 2020, 1:25 AM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.