বিশ্বজয়ের স্বাদ! বৃষ্টিস্নাত শিলিগুড়িতে 'চক দে ইন্ডিয়া'র গান, সঙ্গে দেদার নাচ - DANCE ON INDIA T20 VICTORY
Published : Jun 30, 2024, 5:20 PM IST
T20 World Cup Victory Celebration of India: বার্বাডোজে ভারতের বিশ্বজয়ের রাতে ঝমঝমিয়ে বৃষ্টি নামল শিলিগুড়িতে ৷ সেই বৃষ্টিকে উপেক্ষা করেই রোহিত ব্রিগেডের জয়ে মেতে উঠল শহরবাসী ৷ ভিজে কাক হয়ে গাড়ির উপর উঠে চলল তরুণ থেকে যুবকদের দেদার নাচ ৷ তেরঙায় রাঙিয়ে উঠল শিলিগুড়ির আনাচ-কানাচ ৷ রাত যত গড়াল মুখের হাসি আরও চওড়া হল ক্রিকেটপ্রেমীদের ৷ সকাল পর্যন্ত চলল বিজয়োল্লাস ৷ সঙ্গে দেখা মিলল মিষ্টি বিতরণ থেকে অলিগলিতে দেশের পতাকা নিয়ে আনন্দ মিছিল ৷
মোতেরার হারের ক্ষততে বার্বাডোজে মলম লাগিয়েছে 'রোহিত অ্যান্ড কোং' ৷ টানটান লড়াইয়ে পর 7 রানে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শনিবার রাতে বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত ৷ 1983 সালের পর এটি চতুর্থবার বিশ্বকাপ জয় 'মেন ইন ব্লু'র ৷ এই জয়কে চুটিয়ে উপভোগ করছে ভারতীয় দল-সহ দেশবাসী ৷ পিছিয়ে নেই বঙ্গবাসীও ৷ শিলিগুড়ির অন্যান্য জায়গার সঙ্গে রাতেই হাসমি চকে দেখা গেল শহরবাসীকে নাচেগানে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে ৷ সমর্থকদের পরনে নীল দেশের জার্সি ৷ হাতে তেরঙা আর মুখে 'চক দে ইন্ডিয়া'র গান ৷