পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

কোমর সমান জলে তারাপীঠ মহাশ্মশান, বন্ধ সৎকার - Tarapith Crematorium Waterlogging - TARAPITH CREMATORIUM WATERLOGGING

By ETV Bharat Bangla Team

Published : Aug 3, 2024, 8:18 PM IST

Tarapith Crematorium Closed: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকা নদীর জলস্তর ৷ তাতেই জলমগ্ন তারাপীঠ মহাশ্মশান । নদীর পাড় ছাপিয়ে জল ঢুকছে শ্মশানে ৷ জলের তলায় চলে গিয়েছে প্রায় আড়াই ফুট এলাকা। শুক্রবার গভীর রাত থেকে মহাশ্মশানে জল ঢুকতে শুরু করে । বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জলের পরিমাণ। তবে দুপুরের পর থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় পরে জল নামতে শুরু করেছে বলে খবর । 

স্থানীয় সূত্রে জানা যায়, গত দু'দিন ধরে টানা বৃষ্টির জেরে দ্বারকা নদীর জল বেড়ে জল ঢুকে পড়েছে শ্মশানে। শ্মশানের ভিতরের বিভিন্ন এলাকায় প্রায় কোমর সমান জল ৷ স্বাভাবিকভাবেই শনিবার দেহ সৎকারের কাজ বন্ধ রাখা হয়েছে । শ্মশান কর্তৃপক্ষর তরফে জানানো হয়েছে, দাহকার্যের পরিষেবা জল কমলেই স্বাভাবিক করা হবে । 

অন্যদিকে, ময়ূরাক্ষী নদীর উপর সাঁইথিয়ায় অস্থায়ী রাস্তা ভেঙে গিয়েছে ৷ বীরভূমের জয়দেবের কাছে অজয় নদীর উপর ফেরিঘাটও বন্ধ । এদিকে ভারী বৃষ্টির জেরে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালেও জল জমে যায় ৷ সেই কারণে বন্ধ রাখা হয়েছে সিটি স্ক্যান, এক্স-রে পরিষেবা । ফলে চিকিৎসা করাতে এসে বিপাকে পড়েছেন রোগী এবং তাঁদের পরিজনরা । 

ABOUT THE AUTHOR

...view details