পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / videos

নবান্ন অভিযানের আগেই জিতেন্দ্র'র 'অরাজনৈতিক' মিছিল আসানসোলে - RG KAR DOCTOR RAPE AND MURDER - RG KAR DOCTOR RAPE AND MURDER

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2024, 8:14 PM IST

Jitendra Tiwari: বৃষ্টি মাথায় নিয়ে প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির উদ্যোগে একটি 'অরাজনৈতিক' প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল আসানসোলে । আরজি কর কাণ্ডের প্রতিবাদে কালচারাল অ্যান্ড লিটারেসি ফোরাম অফ বেঙ্গল নামে একটি সংগঠনের উদ্যোগে সোমবার এই প্রতিবাদ মিছিল সংঘটিত হয় । 

আসানসোল কোর্টের গান্ধি মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়ে রবীন্দ্র ভবন পর্যন্ত এই মিছিল আসে । আরজি কর কাণ্ডে দোষীদের শাস্তির দাবিতে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি যুব মোর্চা । ঠিক তার আগে সোমবার বিকেলে আসানসোলে মিছিল করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ এদিনের মিছিলে কোনও রাজনৈতিক দলেরই পতাকা ছিল না ।

এই বিষয়ে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "মানুষ স্বতঃস্ফূর্তভাবে বৃষ্টিকে উপেক্ষা করে এসেছে । কারণ আমরা ভয় পাচ্ছি এই ঘটনা আমাদের বাড়ির কারওর সঙ্গেও হতে পারে । সেই জন্য কোনও মেয়ের বাবা এসেছে, কোনও মেয়ের দাদা এসেছে । এভাবেই প্রতিবাদ সংঘটিত করতে ।"

ABOUT THE AUTHOR

...view details