ETV Bharat / sports

হায়দরাবাদ 'বধ' করে মিশন ডার্বির ভাবনা শুরু মোলিনার - ISL 2024 25

হায়দরাবাদের বিরুদ্ধে জিতে বাগানের ভাবনায় বড় ম্যাচ ৷ খেলা যেখানেই হোক, সবুজ-মেরুন কোচের হেমওয়ার্ক সারা ৷

TOM ALDRED
গোলের উচ্ছ্বাস অলড্রেডের (IANS)
author img

By ETV Bharat Sports Team

Published : Jan 3, 2025, 4:36 PM IST

কলকাতা, 3 জানুয়ারি: ঘরের মাঠে হায়দরাবাদ এফসি ম্যাচ জিততে না-জিততেই বড় ম্য়াচের ভাবনা ঢুকে পড়ল মোহনবাগান সাজঘরে। দল যত ভালো ফর্মেই থাকুক না কেন একটি করে ম্যাচ ধরেই এগোনোর কথা বলে থাকেন কোচ হোসে মোলিনা। তাই বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদকে 3-0 গোলে উড়িয়ে দিলেও শিল্ড জয় বা আইএসএল চ্যাম্পিয়ন নিয়ে কোনও কথা সবুজ-মেরুন হেডস্যরের মুখে নেই। তবে এতদিন পর্যন্ত ডার্বি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও এদিনের ম্যাচ শেষ হতে ডার্বির সলতে পাকাতে শুরু করলেন মোলিনা।

ম্যাচ যেখানেই হোক না কেন, ইস্টবেঙ্গল সম্পর্কে হোমওয়ার্ক সেরে ফেলেছেন রড্রিগেজ-কামিংসদের হেডস্যর। কোচের ডার্বি ভাবনার সংক্রামিত হয়েছে ফুটবলারদের মধ্যেও। হায়দরাবাদ ম্যাচের সেরা লিস্টন কোলাসো বলছেন, "ডার্বি একটা অন্য ধরনের ম্যাচ। ফুটবলার, সমর্থক সবার কাছেই অন্যরকমের। ইস্টবেঙ্গল যেভাবে খেলছে, তাতে আমাদের কাছে ম্যাচটা বেশ কঠিন হবে। কিন্তু আমরা কোচের নির্দেশ মেনে খেললে ওই ম্যাচেও পয়েন্ট পেতে পারি। এই ম্যাচে সাফল্য-ব্যর্থতা আমাদের উপরেই নির্ভর করছে। আপাতত আজকের জয়টা উপভোগ করতে চাই।"

32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। দল হিসেবে সবচেয়ে বেশি গোল (29) করার কৃতিত্বও মোলিনার দলের। যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা সবুজ-মেরুন ডিফেন্ডারদের ৷ ন'টি গোল করেছেন তাঁরা। সেটপিসে অংশগ্রহণ এবং গোল করা, একইসঙ্গে রক্ষণে প্রতিপক্ষকে থামানোর মুন্সিয়ানা প্রতি ম্যাচে করে দেখাচ্ছেন টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, শুভাশিস বসুরা। যা ডার্বির আগে স্প্যানিশ হেডস্যরকে নিশ্চিন্ত রাখবে। ডার্বি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, "এরপর আমাদের সামনে বড় ম্যাচ। তার আগে বেশ কয়েকদিন ছুটি আছে। সময়টাকে কাজে লাগাতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে। আমরা ভাল দল ঠিকই। কিন্তু নিখুঁত নই। সব জায়গাতেই এখনও উন্নতির অবকাশ আছে। সেরা দল হয়ে উঠতে গেলে সবদিক দিয়েই ক্রমশ উন্নতি করে যেতে হবে।"

গ্রেগ স্টুয়ার্ট পরিবর্ত হিসেবে নামলেও 90 মিনিট খেলার জায়গায় নেই। দিমিত্রি পেত্রাতোস মাঠের বাইরে। আশিক কুরুনিয়ানও তাই। এছাড়াও টুকটাক চোট-আঘাত রয়েছে। বিষয়টি মাথায় রেখে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান মোলিনা। বাগান হেডস্যর বলছেন, "আশা করি, 9-10 দিনের ছুটিতে আমাদের ফুটবলাররা সেরে উঠবে। তবে ইস্টবেঙ্গলেরও চোটের তালিকায় অনেকেই আছে। সকলকেই সুস্থ করে তুলতে হবে। আশা করি ডার্বিতে সবাইকে দলে পাব। কারণ, ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আমরা।"

আরও পড়ুন:

কলকাতা, 3 জানুয়ারি: ঘরের মাঠে হায়দরাবাদ এফসি ম্যাচ জিততে না-জিততেই বড় ম্য়াচের ভাবনা ঢুকে পড়ল মোহনবাগান সাজঘরে। দল যত ভালো ফর্মেই থাকুক না কেন একটি করে ম্যাচ ধরেই এগোনোর কথা বলে থাকেন কোচ হোসে মোলিনা। তাই বৃহস্পতিবার ঘরের মাঠে হায়দরাবাদকে 3-0 গোলে উড়িয়ে দিলেও শিল্ড জয় বা আইএসএল চ্যাম্পিয়ন নিয়ে কোনও কথা সবুজ-মেরুন হেডস্যরের মুখে নেই। তবে এতদিন পর্যন্ত ডার্বি নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেও এদিনের ম্যাচ শেষ হতে ডার্বির সলতে পাকাতে শুরু করলেন মোলিনা।

ম্যাচ যেখানেই হোক না কেন, ইস্টবেঙ্গল সম্পর্কে হোমওয়ার্ক সেরে ফেলেছেন রড্রিগেজ-কামিংসদের হেডস্যর। কোচের ডার্বি ভাবনার সংক্রামিত হয়েছে ফুটবলারদের মধ্যেও। হায়দরাবাদ ম্যাচের সেরা লিস্টন কোলাসো বলছেন, "ডার্বি একটা অন্য ধরনের ম্যাচ। ফুটবলার, সমর্থক সবার কাছেই অন্যরকমের। ইস্টবেঙ্গল যেভাবে খেলছে, তাতে আমাদের কাছে ম্যাচটা বেশ কঠিন হবে। কিন্তু আমরা কোচের নির্দেশ মেনে খেললে ওই ম্যাচেও পয়েন্ট পেতে পারি। এই ম্যাচে সাফল্য-ব্যর্থতা আমাদের উপরেই নির্ভর করছে। আপাতত আজকের জয়টা উপভোগ করতে চাই।"

32 পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে মোহনবাগান সুপার জায়ান্ট। দল হিসেবে সবচেয়ে বেশি গোল (29) করার কৃতিত্বও মোলিনার দলের। যার মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা সবুজ-মেরুন ডিফেন্ডারদের ৷ ন'টি গোল করেছেন তাঁরা। সেটপিসে অংশগ্রহণ এবং গোল করা, একইসঙ্গে রক্ষণে প্রতিপক্ষকে থামানোর মুন্সিয়ানা প্রতি ম্যাচে করে দেখাচ্ছেন টম অলড্রেড, আলবার্তো রড্রিগেজ, শুভাশিস বসুরা। যা ডার্বির আগে স্প্যানিশ হেডস্যরকে নিশ্চিন্ত রাখবে। ডার্বি নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, "এরপর আমাদের সামনে বড় ম্যাচ। তার আগে বেশ কয়েকদিন ছুটি আছে। সময়টাকে কাজে লাগাতে হবে। সব বিভাগেই উন্নতি করতে হবে। আমরা ভাল দল ঠিকই। কিন্তু নিখুঁত নই। সব জায়গাতেই এখনও উন্নতির অবকাশ আছে। সেরা দল হয়ে উঠতে গেলে সবদিক দিয়েই ক্রমশ উন্নতি করে যেতে হবে।"

গ্রেগ স্টুয়ার্ট পরিবর্ত হিসেবে নামলেও 90 মিনিট খেলার জায়গায় নেই। দিমিত্রি পেত্রাতোস মাঠের বাইরে। আশিক কুরুনিয়ানও তাই। এছাড়াও টুকটাক চোট-আঘাত রয়েছে। বিষয়টি মাথায় রেখে ডার্বির প্রস্তুতি শুরু করতে চান মোলিনা। বাগান হেডস্যর বলছেন, "আশা করি, 9-10 দিনের ছুটিতে আমাদের ফুটবলাররা সেরে উঠবে। তবে ইস্টবেঙ্গলেরও চোটের তালিকায় অনেকেই আছে। সকলকেই সুস্থ করে তুলতে হবে। আশা করি ডার্বিতে সবাইকে দলে পাব। কারণ, ডার্বি জিতে সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই আমরা।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.