গ্যাংটক, 3 জানুয়ারি: ফের নজির তৈরি করল ভারতীয় সেনা । মাত্র 72 ঘণ্টার মধ্যে 40 জন জওয়ান 180 ফুট দৈর্ঘ্যের বেইলি ব্রিজ তৈরি করে তাক লাগিয়েছেন । বৃহস্পতিবার ওই ব্রিজের সূচনা করেন সিকিমের প্রশাসনিক আধিকারিক ও ভারতীয় সেনা আধিকারিকরা । ভারতীয় সেনার ত্রিশক্তি কর্পসের ইঞ্জিনিয়ার বিভাগ ও বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা 'অপারেশন স্বস্তিক' অভিযান চালিয়ে ওই সেতু নির্মাণ করেন ।
সিকিমের সাংকালাংয়ে তিস্তা নদীর উপর ওই সেতু নির্মাণ করা হয়েছে । সিকিমে ওই সেতুটি ভারতীয় সেনার তৈরি দ্বিতীয় লম্বা বেইলি ব্রিজ ৷ এর আগে চুংথাংয়ে সিঙ্গেল স্প্যানের বা এক খণ্ডের সব থেকে লম্বা 200 ফুটের ওই বেইলি ব্রিজটি তৈরি করে ভারতীয় সেনা । এই সেতুটি তৈরি হওয়ায় উত্তর সিকিমের সঙ্গে সাংকালাংয়ের পুনরায় যোগাযোগ স্থাপন হল । আপার জংগু ও লোয়ার জংগুকে জুড়তে ফিডাঙয়ে ওই বেইলি ব্রিজ তৈরি করা হয় । এতে সাধারণ মানুষের যাতায়াতের পাশাপাশি উত্তর সিকিমের পর্যটনেও অনেক প্রসার আসবে ।
এই বিষয়ে ত্রিশক্তি কর্পসের কর্নেল গৌরভ রাঠৌর বলেন, "সিকিমে এটা দ্বিতীয় সবথেকে দৈর্ঘ্যের বেইলি সেতু । এর আগে তিস্তার হড়পা বানে ওখানে থাকা সেতু ক্ষতিগ্রস্ত হয় । সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে সেখানে যোগাযোগ পুনঃস্থাপন করা প্রয়োজন ছিল । মঙ্গলবার থেকে ত্রিশক্তি কর্পসের জওয়ানরা ও বর্ডার রোড অর্গানাইজেশনের জওয়ানরা মিলে সেতু নির্মাণের কাজ শুরু করে । বৃহস্পতিবার সেতুটি দিয়ে যাতায়াত শুরু হয়েছে ।"
প্রসঙ্গত, 4 অক্টোবর লোনাক হ্রদে মেঘ ভাঙা বৃষ্টির জেরে ফুলে ফেঁপে ওঠে তিস্তা । ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বিস্তর সিকিম । সিকিমের গুরুত্বপূর্ণ 14টি সেতু ভেঙে যায় ৷ ক্ষতিগ্রস্ত হয় 127টি গুরুত্বপূর্ণ সড়ক । বন্ধ হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা । উদ্ধারকাজে নেমে ভারতীয় সেনা বেশ কয়েকটি অস্থায়ী বাঁশের সেতু তৈরি করে । কিন্তু তাতে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়নি । নভেম্বর মাস থেকে বেইলি ব্রিজ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল সিকিম সরকার ও ভারতীয় সেনা । ন'টি ছোট ছোট বেইলি ব্রিজের মধ্যে আটটি তৈরি করা হয় তিস্তা নদীর উপর এবং একটি কনকা নদীর উপর ।
সিংথাম বাজার, তানাক, ফিডাঙ, সাংকালাং, পেঙ্গাং চুংথাং ও টুংয়ে তৈরি করা হয় ওই ছোট সেতুগুলি । আদর্শগাঁও এবং নামচি জেলার সঙ্গে সংযোগ স্থাপনে সিংথাম বাজারে তিস্তা নদীর উপর একটি 100 ফুটের বেইলি ব্রিজ তৈরি হয় । ইয়ংথাং, লিঙ্গি ও সংলগ্ন এলাকায় যোগাযোগ স্থাপনে 100 ফুটের আরও একটি বেইলি ব্রিজ তৈরি হয় মাখারতানাকে তিস্তার উপর । লাচেন ও লাচুংয়ের সঙ্গে মসৃণ যোগাযোগের লক্ষ্যে পেগং চুংথাংয়ে ছোট বেইলি ব্রিজ করা হয় ।
মঙ্গন জেলার জংগুর ছয় মাইলে কনকা নদীর উপর তৈরি হয় ছোট বেইলি ব্রিজ । পাশাপাশি গ্যাংটকের সঙ্গে নামচির দুর্গম এলাকাকে সংযুক্ত করতে তিস্তার উপর আরও একটি বেইলি ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নাওটার লোয়ার রংতুতে । লোয়ার সামডং বাজার থেকে লোয়ার পেয়ং বাজার পর্যন্ত বেইলি ব্রিজ তৈরি হবে তিস্তা নদীর উপর । এছাড়াও মঙ্গন জেলার টুংয়ে তৈরি হবে বেইলি ব্রিজ ।